রাজবাড়ী প্রতিনিধি: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মা নদীতে লাফ দিয়ে নিখোঁজ হওয়া তরুণী ফজলিয়াতুন নেছা (৩০)-এর সন্ধান এখনো মেলেনি। বুধবার বিকেল ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর এমরান মাহমুদ তুহিন।
পুলিশ জানায়, গত সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ফেরি থেকে ওই তরুণী নদীতে ঝাঁপ দেন। ফজলিয়াতুন নেছা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়া গামী লালন পরিবহনের সুপারভাইজার সাইদুল ইসলাম জানান, মাঝ নদীতে ফেরিটি পৌঁছানোর পর বাম পাশে পকেটে কাছে দাঁড়িয়ে থাকা এক বোরকা পরিহিত তরুণী হঠাৎ নদীতে ঝাঁপ দেন। ঘটনাটি সবাই দেখলেও তাৎক্ষণিকভাবে কেউ কিছু করতে পারেননি।
আমার বাঙলা/ ইউকে