পটুয়াখালী শহরের আব্দুল করিম মৃধা কলেজের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র মোহাম্মদ মিরাজের উপর বহিরাগতদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কলেজের শিক্ষার্থী ও সহপাঠীরা।
পটুয়াখালী প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসুচি পালিত হয়।মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, বোরবার দুপুরে পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজ ক্যাম্পাসে কিছু বহিরাগত প্রবেশ করতে চাইলে সাধারণশিক্ষার্থীরা তাদেরকে বাধা দেয়। এসময় বহিরাগত ও কলেজ শিক্ষার্থীদের সাথে বাকবিতন্ডা হয়। পরে বহিরাগতরা বাইরে গিয়ে ২০ থেকে ৩০ জন মিলে কলেজ ক্যাম্পাসে জোর করে প্রবেশ করে শিক্ষার্থীদের উপর হামলা শুরু করে। এসময় হামলাকারীদের পিটুনিতেকলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিরাজের মাথায় আঘাত লাগে এবং ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে। পরে কলেজের শিক্ষার্থীরা মিলে আহত মিরাজকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার আঘাত গুরুতর বলে উন্নতচিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কলেজের অধ্যক্ষ মো. বাহাউদ্দিন বাহার জানান, সন্ত্রাসী হামলায় আমার কলেজের শিক্ষার্থী মিরাজ আহত হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, ইমতিয়াজ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং শিক্ষার্থীদের শান্ত করেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আমার বাঙলা/ ইউকে