রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের কুশনাবাদ মাঠে দুর্বৃত্তরা এক কৃষকের এক বিঘা জমির কুমড়া ক্ষেত সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে। এতে পরিবারে একমাত্র আয়ের উৎস হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল কুদ্দুস মোল্লা (৬৫)। এ ঘটনা ঘটেছে গত শনিবার (৪ জানুয়ারি) গভীর রাতে।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল কুদ্দুস মোল্লা জানান, প্রায় এক মাস আগে ধার-দেনা করে এক বিঘা জমিতে ৮৫০টি কুমড়া গাছের চারা রোপণ করেছিলেন। ক্ষেত পরিচর্যায় তার প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছিল। তিনি বলেন, "রাতে দুর্বৃত্তরা আমার সব গাছ কেটে দিয়েছে। এটি ছিল আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। এখন আমি সর্বস্বান্ত।
রবিবার (৫ জানুয়ারি) দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম এবং রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জনি খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জনি খান বলেন, "ক্ষতিগ্রস্ত জমিতে ৮০০টিরও বেশি কুমড়া গাছের চারা কেটে ফেলা হয়েছে। আমরা কৃষককে থানায় মামলা করার পরামর্শ দিয়েছি।
এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত দুর্বৃত্তদের শনাক্ত করে শাস্তির দাবি জানাচ্ছেন।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।