সংগৃহীত
সারাদেশ

শ্বশুর-শাশুড়ির সেবা করে সম্মাননা পেলেন ১২ পুত্রবধূ

মাদারীপুর প্রতিনিধি

শ্বশুর-শাশুড়ির সেবা-যত্ন করে সম্মাননা পেয়েছেন ১২ পুত্রবধূ। ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে ‘পাশে আছি মাদারীপুর’ নামের একটি সামাজিক সংগঠন।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে মাদারীপুর শহরের লেকেরপাড়ের সমন্বিত সরকারি অফিস ভবনের জেলা শিশু একাডেমি হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেরা পুত্রবধূরা হলেন— আয়েশা সিদ্দিকা আকাশী, মরিয়ম অহিদ, রাবেয়া আক্তার মুক্তা, রিমা, সুরাইয়া আক্তার, সামসুন নাহার, আরিফা আফরোজ অন্তরা, সুলতানা রাজিয়া, ফারজানা, আছমা খাতুন, সাবিকুন্নাহার আক্তার ও লাবণী আক্তার আশা।

সম্মাননা স্মারক পেয়ে খুশি সেরা পুত্রবধূরা। নিজেদের কর্মকাণ্ড দিয়ে সারাজীবন শ্বশুর-শাশুড়ির সেবাযত্ন করে যাবার কথাও জানান তারা।

পরিবারের সবাইকে একত্রে রাখতে ও আবহমান বাংলার ঐহিত্য ধরে রাখতে জেলায় প্রথমবারে মতো এই আয়োজন করা হয়। প্রথমে বিভিন্ন মাধ্যমে দেওয়া হয় বিজ্ঞপ্তি। এরপর পুত্রবধূদের আবেদনের জন্য আহ্বান করে সংগঠনের সদস্যরা। পরে আবেদনকারীদের মধ্যে হয় যাচাই-বাছাই। এরপর পাড়াপ্রতিবেশি ও এলাকার গণ্যমান্যদের মাধ্যমে খোঁজ-খবর নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় জেলার ১২ জনকে দেওয়া হবে সেরা পুত্রবধূর সম্মাননা।

এদিকে পুত্রবধূরা এমন সম্মাননায় ভূষিত হওয়ায় খুশি শ্বশুর-শাশুড়িরাও। তাদের এই পুরস্কারপ্রাপ্তি দেখে সমাজের অন্য গৃহবধূরাও অনুপ্রাণিত হবেন বলে জানান তারা। মা-বাবা ও শ্বশুর-শাশুড়ি একই বন্ধনে বাঁধা। এই আয়োজনের মাধ্যমে সারাদেশে বন্ধনের আলো ছড়িয়ে পড়বে বলে আশা অনুষ্ঠানে আগত অতিথিদের।

সম্মাননা স্মারক পাওয়া সেরা পুত্রবধূ আয়শা সিদ্দিকা আকাশী বলেন, ‘শ্বশুর-শাশুড়ি আর মা-বাবা তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। সবাই একসঙ্গে একই ছাদের নিচে সারাজীবন থাকতে চাই। শ্বশুর-শাশুড়ির সেবা মানেই মা-বাবার সেবা। শ্বশুর-শাশুড়িকে আলাদা করে দেখার কিছুই নেই।’

সম্মাননা স্মারক পাওয়া আরেক সেরা পুত্রবধূ রাবেয়া রহমান মুক্তা বলেন, ‘শ্বশুর-শাশুড়িকে ভালোবাসার মাধ্যমে আমার মা-বাবাকে খুঁজে পাই। শ্বশুর-শাশুড়ির সেবা যত্ন করে যেতে চাই সারাজীবন। তাদের মনে কখনই কষ্ট দিতে চাই না। এটা সব পুত্রবধূদের করা উচিৎ।’

সদর উপজেলার পাঁচখোলা এলাকার বাসিন্দা হায়দার আলী খান বলেন, ‘আমার পুত্রবধূ সুলতানা রাজিয়া আমাদের সবার খুব ভালো সেবা-যত্ন করে। তার এই যত্নে আমি, আমার স্ত্রী ও পরিবারের সবাই খুশি। এমন পুত্রবধূ পাওয়া ভাগ্যের ব্যাপার।’

অনুষ্ঠানের প্রধান অতিথি মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমান খান বলেন, ‘এই অনুষ্ঠানের মাধ্যমে অন্য পুত্রবধূরা তাদের শ্বশুর-শাশুড়ির প্রতি আরো বেশি যত্নবান হবেন। এতে সমাজের সব মা-বাবা ভালো থাকবে। সবার মাঝে থাকবে না কোনো দূরত্ব, এমন আয়োজন সবাইকেই অনুপ্রেরণা জোগাবে।’

সেরা পুত্রবধূ সম্মাননা অনুষ্ঠানের আয়োজক বায়েজিত মিয়া বলেন, বর্তমান যুগে অনেক শ্বশুর-শাশুড়ি কষ্টে থাকে। তাদের পুত্রবধূদের হাতে নির্যাতিত হয়। সমাজে এমন কর্মকাণ্ড থেকে সবাই বিরত থাকবে এমনটিই প্রত্যাশা করি। ১২ জনকে সেরা পুত্রবধূর পুরস্কার দেওয়া হলেও আগামীতে আরো বৃহৎ আকারে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাবার ড্যামের কারণে মহানন্দা নদীর ২৬ কিলোমিটার পানিশূন্য

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে এ বছর শুরু হয়েছে...

নীলফামারীর জলঢাকায় বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ

জেলার জলঢাকা উপজেলার কালিগঞ্জ বাজারে শফিউর রহমান নামের এক ব্যাক্তিকে শীর্ষ চা...

নীলফামারী হাসপাতালের তত্বাবধায়কের অপসারণ চেয়ে ৭২ঘন্টার আল্টিমেটাম

নীলফামারী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু বি...

শত বছর আগের চিঠি ফিলিস্তিনিদের জন্য মহাবিপর্যয় ডেকে আনে

ইসরায়েল ও ফিলিস্তিনের জনগণের মধ্যকার বিবাদ অনেক দি...

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বেনাপোল থেকে ফেরত ৪ পণ্যবাহী ট্রাক

বাংলাদেশকে দেওয়া গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট সুবি...

নীলঘুড়ি ঈদসংখ্যার লেখক-পাঠক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শিল্প-সাহিত্যের কাগজ নীলঘুড়ি ঈদসংখ্যা-২০২৫-এর লেখক-পাঠক ঈদ পুনর্মিলনী রাজধানী...

রাজধানীসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে, তাৎক্ষণ...

ইসরায়েলের সামরিক যানবাহন উড়িয়ে দিলো জেনিন ব্রিগেডস!

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক যানবাহনে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (...

অভিনেত্রী মেঘনা আলম ডিটেনশন আইনে কারাগারে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাসা থেকে আটকের পর অভিনেত্রী মেঘনা আলমকে কারা...

আইপিএলে কোহলির নতুন ইতিহাস

রেকর্ড আর ভিরাট কোহলি যেন সমান্তরাল শব্দ, একসাথে চলতে ভালোবাসেন। বিশ্বের সবচে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা