প্রতিনিধি
সারাদেশ

তিনটি বিদেশি পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

আশ্রাফ উজ- জামান,সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা ডিবি পুলিশের অভিযানে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শনিবার সকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম।

এর আগে গত বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের এস আই আহমদ কবির দেবহাটার জগন্নাথপুর গ্রামস্ত কুলপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
আটক অস্ত্র ব্যবসায়ীর নাম আসাদুল গাজী (৩২), সে দেবহাটা থানার কলাবাড়ি গ্রামের মৃত জাফর গাজীর ছেলে।

এছাড়া প্রেস ব্রিফিংয়ের সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার রাতে দেবহাটা থানাধীন জগন্নাথপুর গ্রামস্ত কুলপুকুর এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালায়। কুলপুকুর মোড়স্থ সাতক্ষীরা- শ্যামনগরগামী পাঁকা রাস্তার উপর হতে আসামী মোঃ আসাদুল গাজীকে গ্রেফতার করে তার দেহ তল্লাশী করে তার ডানহাতে থাকা দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন উদ্ধার করে। তার পরিহিত কালো রংয়ের জিন্সের জ্যাকেটের ডান পকেটের ভিতর হতে সাদা কসটেপ দ্বারা মোড়ানো দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একই মডেলের এক টি বিদেশী পিস্তল এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করে।এছাড়া আসাদুলের পরিহিত কালো রংয়ের জিন্সের জ্যাকেটের বাম পকেটের ভিতর হতে দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একই মডেলের একটি বিদেশী পিস্তল এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পুলিশ সুপার বলেন, উদ্ধার করা তিনটি পিস্তলের ব্যারেলের গায়ে এক পার্শ্বে ইংরেজীতে খোদাই করে NO 110 MADE IN V. J. A IILLY এবং ব্যারেলের অপর পার্শ্বে ইংরেজীতে খোদাই করে CHINA লেখা। গুলি পিছনে ইংরেজীতে খোদাই করে K.F 7.65 লেখা।

তিনি আরও বলেন, আসামীদের বিরুদ্ধে দেবহাটা থানায় ১৯৭৮ সালের অস্ত্র আইনের মামলা করা হয়েছে।
এসময়ে প্রেস ব্রিফিং-এ অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ সজীব খান, ডিআইও-১ মোঃ হাফিজুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ নিজামুদ্দিন মোল্লা, অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি পুলিশের এস আই আহমদ কবির প্রমুখ সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমার বাঙলা/এনআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিপ্লবের অপর পিঠেতো মৃত্যু

বয়স ২৬। ধীর স্থির। শান্ত। তথ্য মন্ত্রণালয়ের মন্ত্র...

রাজবাড়ীতে সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন অনুষ্ঠিত

রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ২০২৪/২০২৫ সালের ম্যানুভা...

ব্যস্ততায় হোয়াইট হাউজে পুরস্কার নিতে যাননি মেসি

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক ফুটবল জাদুকর লিওন...

ভারতে বিদেশি রোগী অর্ধেকে নেমেছে; আল-জাজিরার প্রতিবেদন

বাংলাদেশিদের ভিসা দেওয়া কমিয়ে দেওয়ায় ভারতের হাসপাত...

বৈধ অনুপ্রবেশের দায়ে সাতক্ষীরা সীমান্তে আটক ৩

আশ্রাফ উজ- জামান,জেলা প্রতিনিধি।। সাতক্ষীরার সীমান্ত দিয়ে অবৈধভাবে...

ছাদে প্লাস্টিকের বোতলে ধানচাষের অভিনব উদ্যোগ

ধানচাষের কথা ভাবলেই চোখের সামনে ভেসে ওঠে বিস্তীর্ণ...

শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধ...

দীপিকার সম্পদের পরিমাণ কত

‘ওম শান্তি ওম’ সিনেমায় শান্তিপ্রিয়ার চ...

বছরের ব্যবধানে দেশে বেকার বেড়েছে ১ লাখ ৭০ হাজার

দেশে শ্রমশক্তিতে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা