রাজবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে জেলার পাঁচ উপজেলার ছাত্রদলের নেতাকর্মীরা শহরের আজাদী ময়দানে জেলা বিএনপির কার্যালয়ের সামনে একত্রিত হন।
সেখানে বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট আসলাম মিঞা এবং রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান।
বক্তারা ছাত্রদলকে দলের সাংগঠনিক শক্তি হিসেবে উল্লেখ করে একতা ও ঐক্যের আহ্বান জানান।
পরে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক এবং বাজার প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় কর্মীরা ফেস্টুন, ব্যানার এবং বাদ্যযন্ত্র নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে ছাত্রদল নেতাকর্মীদের বিপুল উপস্থিতি দেখা যায়। তারা সংগঠনের ঐতিহ্য এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে উদ্দীপনা প্রকাশ করেন।
আমার বাঙলা/এনআর