সংগৃহীত
সারাদেশ

যশোরে সাবেক কাউন্সিলরকে অপহরণ করে হত্যা

যশোর প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশকে (৪৫) অপহরণের পর হত্যা করা হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা।

শনিবার (২৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে পৌর এলাকার আয়কর অফিসের পেছনে একটি পরিত্যক্ত ঘর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানান অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম।

নিহত পলাশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

আটক রইচ উদ্দিন শিকদারকে (৩৫) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রইচ উদ্দিন একই এলাকার সিদ্দিক সরদারের ছেলে। তিনি নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক। এ ছাড়া তিনি নওয়াপাড়া পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।

পলাশের ছোট ভাই লেলিন বলেন, শুক্রবার দুপুরের পর বেঙ্গল টেক্সটাইল মিল এলাকা থেকে ভাইকে অপহরণ করা হয়। এরপর ভাইয়ের মোবাইল ফোন থেকে তার স্ত্রীর কাছে ফোন দিয়ে মুক্তিপণ বাবদ ২০ হাজার টাকা দাবি করা হয়। অন্যথায় তাকে হত্যার হুমকি দেয় অপহরণকারীরা। পরে অপরিচিত দুই যুবক পরিবার থেকে টাকা নিয়ে যান। এরপরও পলাশ ফিরে না আসায় বিষয়টি পুলিশে জানানো হয়। পরে পুলিশ মোবাইল ফোন নম্বর ট্র্যাক করে নওয়াপাড়া উপকর কমিশনারের কার্যালয় এলাকায় যায়।

তিনি বলেন, সেখানে রইস উদ্দিনকে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাকে আটক করে গণপিটুনি দেন জনতা। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কর অফিসের পেছনে একটি ঘরে পলাশকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি এমাদুল করিম বলেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে।

দুই যুগ আগে পলাশের বাবা শ্রমিক নেতা ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইব্রাহিম হোসেন সরদার গুলিতে নিহত হয়েছিলেন।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শোভন বিশ্বাস বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগে জিয়াউদ্দিন পলাশের মৃত্যু হয়েছে। তার দুই পায়ের হাঁটুর নিচে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে। এ ছাড়া দুই হাতের কবজিতে অস্ত্রের ও পিঠে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে মুক্তিজোট

৩১শে ডিসেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে মুক্তিজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদ...

গজারিয়ার কৃতি সন্তান নিজাম উদ্দিন হলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব

গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন এর নদী বেষ্টিত চর চাষী গ্রামের কৃতি সন্তান,...

বিদায় ২০২৪, স্বাগত ২০২৫

প্রকৃতির অমোঘ নিয়মে মহাকালের গর্ভে হারিয়ে গেল আরেক...

নতুন বছরে নবীনদের বরণ করবে রাবিপ্রবি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(রাবিপ্রবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্...

নববর্ষ উদযাপন নির্বিঘ্ন রাখতে নানা নির্দেশনা

ইংরেজি নববর্ষ উপলক্ষে থার্টি ফার্স্ট নাইটে কোনো আত...

এক্সপ্রেসওয়েতে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ২

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে থেমে থাকা ট্রাকে...

বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, জানালেন শিক্ষা উপদেষ্টা 

বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন অন...

উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ ড. ইউনূসের

উদ্যোক্তা তৈরির জন্য উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা আ...

নতুন কাজ পেতে এখনো অডিশন দেন স্বস্তিকা

ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যা...

বিদায়ী বছরে গণপিটুনিতে নিহত ১২৮

বিদায়ী ২০২৪ সালে দেশের বিভিন্ন জেলায় গণপিটুনির ঘটন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা