রাজবাড়ীতে “জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানে রক্ত স্নাত বাংলাদেশে খুনি-লুটেরাদের ঠাঁই নাই, গণতন্ত্র, সমতা, ন্যায় বিচার ও সকল ধর্ম-বর্ণের মানুষের নিরাপদ বাসযোগ্য নতুন বাংলাদেশ গড়ে তোল” এ শ্লোগান নিয়ে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল -জাসদ রাজবাড়ী জেলা শাখার সম্মেলন ও সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজবাড়ী রেল গেইট সংলগ্ন শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে পাকড়তলা মঞ্চে সম্মেলন ও জনসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জাসদ স্থায়ী কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম বাবু, জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রোকনুজ্জামান রোকন, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাটুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ্জাহান আলী সাজু, জাসদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক উজ্জল গুহ।
বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান স্বপন কুমার দাসকে সভাপতি ও উজ্জল গুহকে সাধারণ সম্পাদক করে রাজবাড়ী জেলা কমিটি ঘোষণা করেন।