রাজনীতি

স্ত্রী আওয়ামী লীগ করায় স্বামীকে মারধর, ‘ছেড়ে দিতে’ চাপ

রাজশাহী প্রতিনিধি

ব্যবসায়ী স্বামী কোনো দল করেন না। গৃহিণী স্ত্রী আওয়ামী লীগ করেন, তবে দলে কোনো পদ নেই। সম্প্রতি তিনি ফেসবুকে ‘জয় বাংলা’ স্লোগান লিখে স্ট্যাটাস দিয়েছেন। এরপর স্ত্রীকে ‘ছেড়ে দেওয়ার জন্য’ যুবদলের সাবেক এক নেতা স্বামীকে চাপ দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কথা না শোনায় মারধর করার ঘটনাও ঘটেছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজশাহী নগরের হাজরাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দম্পতি হলেন নগরের চন্দ্রিমা থানার হাজরাপুকুর মহল্লার মিজানুর রহমান ও বীনা মজুমদার। বীনা শাহ মখদুম থানা আওয়ামী লীগের কর্মী। তিনি ২০১৩ ও ২০২৩ সালের সিটি করপোরেশন নির্বাচনে ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচন করেছিলেন।

মিজানুর রহমান বলেন, শনিবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে হেঁটে সেলুনে যাচ্ছিলেন। তখন তাঁকে দেখে শাহমখদুম থানা যুবদলের সাবেক সদস্য মো. সনিসহ কয়েকজন নেতা–কর্মী বলেছেন, ‘স্ত্রীর কামাই খায়।’ মিজানুর এর প্রতিবাদ জানালে তখন তাঁকে বলেন, ‘তুই যদি তোর বউকে না ছেড়ে দিস, এখান থেকে না পাঠাস, তাহলে খবর আছে।’ কেন ছাড়বেন, এই প্রশ্ন তুললে তাঁরা গালি দেন এবং মারধর শুরু করেন। মারধরে হাত, মাথা, কান ও কপালে আঘাত পেয়েছেন বলে দেখান মিজানুর।

বীনা মজুমদার বলেন, ‘কিছুদিন আগে ১৬ ডিসেম্বর উপলক্ষে ফেসবুকে একটি পোস্ট করি। সেখানে জয় বাংলা লিখি। এ জন্য সনি আমাকে ফোন করে বলেন, এসব লেখা যাবে না। তা না হলে খুব খারাপ হবে।’

ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে বীনা মজুমদার বলেন, ‘দল ক্ষমতায় থাকলেও আমি কোন অন্যায় করিনি। আমার সঙ্গে এমন হবে কেন? আমার দোষ একটাই, আমি আওয়ামী লীগ করি। এ জন্য আমার স্বামীকে চাপ দিচ্ছে যেন আমাকে ছেড়ে দেয়। এটা কেমন কথা? দলের সঙ্গে সংসারের কি সম্পর্ক? যারা অন্যায় করেছে, তারা শাস্তি পাবে। যাদের জন্য আওয়ামী লীগের এই অধঃপতন, তাদের বিচার হোক। যারা অন্যায় করেনি, তাদের কেন হেনস্তা? এটা কেমন ন্যায়বিচার?’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাবেক যুবদল নেতা মো. সনি বলেন, আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে পোস্ট দিয়ে বীনা মজুমদার বিভ্রান্তির সৃষ্টি করছেন। এ জন্য তাঁর স্বামীকে বলেছিলেন। শনিবার সন্ধ্যায় বাড়ির পাশে দেখা হলে ওই নারীর স্বামী তাঁকে উল্টা ধমক দেন। এ সময় সনির সঙ্গে থাকা কয়েকজন ছেলে মিজানুরকে কিলঘুষি মেরেছেন। পুলিশ এসেছিল। তাঁদের ধরে নিয়ে যেতে চাইলে তিনি পুলিশকে বলেছেন, এটা স্থানীয় ব্যাপার মিটে যাবে। এ নিয়ে ধরে নিয়ে যাওয়ার দরকার নেই। ‘বউ ছেড়ে দেওয়ার জন্য চাপ’ দেওয়ার কথা তিনি সম্পূর্ণ অস্বীকার করেন।

নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ‘সন্ধ্যায় ঝামেলার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। স্থানীয় লোকজনই এটা মীমাংসা করে নিয়েছেন। তাই পুলিশ ফিরে এসেছে।’

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের বিজয় দিবস উদযাপন

বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন মহান বিজ...

ধূমপানে বুদ্ধি কমে, বলছে গবেষণা

ধূমপানে অনেক ক্ষতি। এতে করে ফুসফুস বা হৃদপিণ্ডের ক্ষতি হয়। ধূমপান মস্তিষ্কেও...

ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ বেশকিছু বিষয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী অ...

পালানোর পর প্রথমবার বিবৃতিতে যা বললেন আসাদ

বিদ্রোহীদের অভিযানের মুখে গত ৮ ডিসেম্বর দেশ ছেড়ে র...

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারি আজ, ফল দেখা যাবে যেভাবে

দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি...

ইসরায়েলি হামলায় নিহত আরো ৩১ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আ...

বিশ্বের সবচেয়ে বয়স্ক কুমির হেনরি পর্যটকদের প্রধান আকর্ষণ

পৃথিবীর সবচেয়ে বয়স্ক কুমির হেনরি। তার ছয় স্ত্রী...

এলিয়েন কি শুধু কল্পনার?

এলিয়েনদের জীবন কেমন সে বিষয়ে মানুষের প্রবল আগ্রহ আ...

ফিফা দ্য বেস্টের মুকুট ভিনিসিয়ুসের মাথায়

কাতারের দোহার এস্পায়ার একাডেমিতে সীমিত আয়োজনে হয়ে...

তাবলীগের ২ পক্ষের সংঘর্ষে ইজতেমা মাঠ রণক্ষেত্র: নিহত ৩, আহত শতাধিক

বিশ্ব ইজতেমা মাঠের দখলকে কেন্দ্র করে তাবলীগের যোবা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা