সারাদেশ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে আট লাখ টাকার মালামাল আটক

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ প্রায় আট লাখ টাকার ভারতীয় মালামাল আটক করেছে। সোমবার রাতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন পদ্মশাখরা, ভোমরা, বৈকারী, কালিয়ানী, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প ও মাদরা বিওপির সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিজিবি সদস্যরা সাতক্ষীরা সদর থানার লক্ষীদাড়ী সীমান্ত এলাকা থেকে ১০ বোতল ভারতীয় মদ, কাকডাঙ্গা বিওপির সদস্যরা কলারোয়ার গেড়াখালী থেকে ৩০ বোতল ভারতীয় মদ, মাদরা বিওপির সদস্যরা চান্দা মাঠ থেকে ২০ বোতল ভারতীয় মদ আটক করে।

এছাড়া পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সদর থানার দাসপাড়া ইটের রাস্তা ও বটতলা নামক স্থান হতে ৩৯ হাজার টাকার ভারতীয় শাড়ী, বৈকারী বিওপির সদস্যরা ছয়ঘরিয়া কালিয়ানী নামক স্থান হতে ৫২ হাজার ৫০০ টাকার ভারতীয় ওষুধ, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক ছয়ঘরিয়া পাকা রাস্তা হতে এক লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে।

অপরদিকে, কাকডাঙ্গা বিওপির পৃথক তিনটি বিশেষ আভিযানিক দল কলারোয়ার কেড়াগাছি ও গেড়াখালী হতে দুই লাখ ১৮ হাজার টাকার ভারতীয় শাড়ী ও ওষুধ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল গোবিন্দকাঠি পাকা রাস্তা হতে ১৩ হাজার ৮০০ টাকার ভারতীয় চিনি এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়ার চান্দা মাঠ হতে ২ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে।

পৃথক এসব অভিযানে ৭ লাখ ৯৮ হাজার ৩০০টাকা মূল্যের বিভন্ন চোরাচালানী মালামাল আটক করা হয়। সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল আরিফুল হক কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে বলা হয়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিটিভির ‘প্যাকেজ প্রিভিউ কমিটি’তে সাংবাদিক আহমেদ তেপান্তর

বাংলাদেশ টেলিভিশনের ‘প্যাকেজ প্রিভিউ কমিটি&r...

গজারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান

পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি গজার...

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ...

কামড়ে মিলবে সোনার ছোঁয়া, বিশ্বের দামি বার্গার হতে চলেছে এটি

ছোট একটি বার্গার, যার দাম প্রায় পাঁচ লাখ টাকা! অব...

‘প্রধানমন্ত্রী হিসেবে ঢাকায় ল্যান্ড করবেন হাসিনা, সরকার তাকে স্যালুট জানাবে’

গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে...

বিসিএস পরীক্ষায় বয়স সর্বোচ্চ ৩২ করে বিধি সংশোধন

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিসিএস পরীক্ষায় অংশগ্রহণে...

মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ পড়ছেন যারা

মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, বীর...

জনগণের আস্থা অর্জন করে একটি উন্নত দেশ গঠন করতে হবে

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষ...

গজারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান

পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি গজার...

সব জিনিসের দাম একসঙ্গে কমানো সম্ভব না: অর্থ উপদেষ্টা

বাজার স্থিতিশীল আছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি ব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা