মুন্সীগঞ্জে ময়লার ভাগাড়ে পরিত্যক্ত বোতল খুঁজতে গিয়ে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণে সজিব নামে এক কিশোর গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত কিশোর নারায়ণগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকার বাসিন্দা।
রোববার দুপুরে মুন্সিগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুরে ময়লার ভাগাড়ে ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে বাবা রাজু শেখ ও আরেক ভাইকে নিয়ে ময়লার ভাগাড়ে পরিত্যক্ত বোতল খুঁজতে গেলে হঠাৎ বোমা সদৃশ ওই বস্তুর বিস্ফোরণ ঘটে।
পুলিশ সুত্রে জানা যায়, রোববার দুপুরে এ দুর্ঘটনায় আহত মো. সজিবের দুই হাতের কবজি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে তার শরীরের বিভিন্ন অংশ।
আহত কিশোরকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুহুল আমিন জানান, বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে তলপেট, পা ও দুই হাত ক্ষতিগ্রস্ত হয়েছে আহত কিশোরের।
ঘটনাটি সত্যতা শিকার করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মুন্সিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সজিব দে।
আমার বাঙলা/এনবি