সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের অভিযানে ২৪ হাজার ৫'শত জাল নোটের টাকা ও জাল টাকা তৈরির মেশিনসহ ২ জনকে আটক করা হয়েছে।
কলারোয়া থানার ওসি মোঃ সামসুল আরেফিন জানান, তাঁর নেতৃত্বে কলারোয়া থানা পুলিশের একটি আভিধানিক দল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জাল টাকা ও জাল টাকা তৈরীর মেশিনসহ উপজেলার আবুল কাশেমের ছেলে মোঃ কবিরুল ইসলাম (৩০) ও একই এলাকার মিজানুর রহমানের ছেলে মোঃ জুয়েল হোসেন (২৭) কে আটক করা হয়।
তিনি আরও জানান, আসামিদেরকে শনিবার দুপুরে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আমার বাঙলা/এনবি