গজারিয়ায় জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, যৌতুক ও সম্পত্তি সংক্রান্ত অপরাধ প্রতিরোধের লক্ষ্যে ২ নং বিট বালুয়াকান্দি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ২নং বিটে এ-ই কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কমিউনিটি সভায় মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব প্রতিরোধ, ডিজিটাল ডিভাইস, মোবাইলের প্রতি আসক্তি, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, পুলিশিং কাজে ব্যবস্থাপনাসহ, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সচেতনতামূলক বক্তব্য রাখেন-মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো: মাহবুবুর রহমান, বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম, ৫ই আগস্ট এর শহীদ মেহেদির পিতা সানাউল্লাহ, বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপি'র সভাপতি বোরহান উদ্দিন ভূইয়া, উপজেলা কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল সরকারসহ, সংশ্লিষ্ট বিট অফিসার সহ অন্যান্য কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
জনগণকে সম্পৃক্ত করে পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে কোমলমতি ছাত্র-ছাত্রীদের সঠিক পথে রেখে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলা। যে কোন অপরাধ দানা বাধার আগেই সমাজ থেকে সমূলে তা উপড়ে ফেলাই এই চলমান কার্যক্রমের মুল উদ্দেশ্য।
আমার বাঙলা/এনবি