সংগৃহীত
সারাদেশ

গজারিয়ায় খোলা জায়গায় ময়লার ভাগাড়ে আগুন

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় জামালদী থেকে বড় ভাটেরচর সড়কের বেইলি ব্রিজের উত্তর পূর্ব পাশে জামালদী এলাকার গড়ে উঠেছে ময়লার ভাগাড়। ওই ময়লার ভাগাড়ে কেউ আগুন দেওয়ার পর তা বড় আকার ধারণ করে। পরে ফায়ার সার্ভিখস এসে তা নেভায়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জামালদী ভাটের চর সড়কের পাশে খোলা জায়গায় ময়লা ফেলার কারণে বেশকিছু জায়গা নিয়ে একটি ময়লার ভাগাড় গড়ে উঠেছে। দুর্গন্ধে পথচারী ও যানবাহনে থাকা যাত্রীরা এদিক দিয়ে যাওয়ার সময় নাক ধরে যাতায়াত করেন। তবে মাঝে মাঝে ময়লার উপরে এলাকাবাসী বালি ছড়িয়ে দিলেও দুর্গন্ধ কমে না। ময়লা পুড়ানোর জন্য কখনো আগুনও দেওয়া হয়। কিন্তু তাতে কোনো ক্ষতির শঙ্কা থাকে না। তবে মঙ্গলবার কে বা কারা ভাগাড়ে আগুন দিয়েছে তা জানা যায়নি।

তারা আরো জানান, ভাগাড়ের আগুন যখন ভয়ঙ্কর আকার ধারণ করায় পথচারী ও এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোঁয়ার অন্ধকারে পুরো এলাকা ঢেকে যায়। ময়লার ভাগাড়ের সঙ্গেই পশ্চিম পাশে বসতবাড়ি, উত্তর পাশে রয়েছে ইউনিভার্সিটি এবং বাগানের নিচে রয়েছে একটি গ্যাসের লাইন।

এদিকে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভাতে কাজ করেন। প্রায় আধ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফরহাদ নামে এক পথচারী বলেন, আমরা একটু আগে এই রাস্তা দিয়ে গেছি। তখন কোনো আগুন ছিল না।

স্থানীয় সংবাদকর্মী খায়রুল ইসলাম হৃদয় জানান, এই স্থানটি পূর্বে অনেক ভালো ছিল। পাঁচ ছয় মাস ধরে এই স্থানটিতে জামালদী এলাকার রেস্তোরাঁ, দোকানপাটের ময়লা আবর্জনা সব ফেলা হয়। এসব ময়লা আবর্জনা ফেলার কারণে স্থানটির সৌন্দর্য নষ্ট হয়েছে এবং দুর্গন্ধের সৃষ্টি হয়েচে। দিনের বেলা স্থানটি দিয়ে হেঁটে যাওয়া যায় না। দুর্গন্ধের কারণে নাকে কাপড় চেপে যেতে হয়।

গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, এটি ময়লার গ্যাসের আগুন না। যে কেউ আগুন দিয়েছেন কিংবা আগুনের সূত্রপাত হওয়ার মতো কিছু ফেলেছেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পশ্চিমবঙ্গে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, শিশুসহ নিহত ৭

ভারতের পশ্চিমবঙ্গে আতশবাজির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত...

‘দুই বছরের জন্য বিরাট কোহলি সিডনি সিক্সার্সের’!

মঙ্গলবার (১ এপ্রিল) দিনের শুরুটাই হলো বড় এক চমক দিয়ে। এক মুহূর্তের জন্য মনে হ...

আওয়ামী লীগ নেতাদের চাঁদায় এনসিপির ব্যানারে ইফতার

খুলনার কয়রায় আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে সংগ্রহ করা চাঁদায় জাতীয় নাগরিক পার্ট...

মাইক্রোবাসের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা ও শিশুসহ ৩ ভ্যান যাত্রী নিহত

মেহেরপুরে ঈদের দিন সোমবার বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের ধাক্কায় শিশুসহ তিনজন...

পদত্যাগ করলেন ইসরায়েলের অর্থমন্ত্রী 

পদত্যাগ করেছেন ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালের স্মট্রিচ। সোমবার (...

ঈদের ওটিটিতে আলোচিত তিন কনটেন্ট

ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্মে নতুনের সমাহার। বাংলাদেশি দর্শকরা দেখতে প...

‘দুই বছরের জন্য বিরাট কোহলি সিডনি সিক্সার্সের’!

মঙ্গলবার (১ এপ্রিল) দিনের শুরুটাই হলো বড় এক চমক দিয়ে। এক মুহূর্তের জন্য মনে হ...

নৈশপ্রহরীকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করলো দুর্বৃত্তরা

ঢাকার সাভারে রুবেল (৩০) নামের এক নৈশপ্রহরী বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা...

মাইক্রোবাসের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা ও শিশুসহ ৩ ভ্যান যাত্রী নিহত

মেহেরপুরে ঈদের দিন সোমবার বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের ধাক্কায় শিশুসহ তিনজন...

আওয়ামী লীগ নেতাদের চাঁদায় এনসিপির ব্যানারে ইফতার

খুলনার কয়রায় আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে সংগ্রহ করা চাঁদায় জাতীয় নাগরিক পার্ট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা