সংগৃহীত
সারাদেশ

শীতে কাঁপছে উত্তরাঞ্চল, তাপমাত্রা ১২ ডিগ্রিতে

পঞ্চগড় প্রতিনিধি

দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোর ৬টায় জেলার তাপমাত্রা ১২ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়।

কার্যালয়টির ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ এ তথ্য জানান। তিনি জানান, গত তিনদিন মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির মধ্যে রেকর্ড হলেও বৃহস্পতিবার ভোর ৬টায় তাপমাত্রা আরো কমে হয়েছে ১২ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। এখন দিন যত যাবে তাপমাত্রা আরো কমতে থাকবে।

এদিকে ভোর থেকে বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, কুয়াশা ভেদ করে সূর্যের কিরণ ছড়ালেও কনকনে শীত অনুভূত হচ্ছে। তবে শীত উপেক্ষা করেই নিজ নিজ কর্মে গেছেন পাথর শ্রমিক, দিনমজুর, চা শ্রমিকসহ বিভিন্ন শ্রমজীবী মানুষরা।

স্থানীয় কয়েকজন কৃষক জানান, শীত পড়ে গেছে। ভোরে খেতে পাতা ও ফুলকপি, ধনিয়াপাতা, লাউ শাক, লাউ তুলতে গেলে গাছের পাতায় জমা শিশিরের স্পর্শে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। এতে হাত অবশ হয়ে আসে।
এদিকে উত্তরীয় হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় গরম কাপড়ের অভাবে কষ্টে আছেন এ জনপদের মানুষ। বিশেষ করে সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তা-ঘাট, লোকালয়। সেই সঙ্গে হিমেল বাতাসে জবুথবু অবস্থার সৃষ্টি হয়েছে। কাজকর্ম পাচ্ছে না নিম্ন আয়ের লোকজন। রাতে বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা। হাড় কাঁপানো ঠান্ডায় দুর্ভোগে পড়েছে বয়স্ক ও শিশুরা।

অন্যদিকে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগব্যাধি। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

ভ্যানচালক সায়েদ আলী ও আমির আলী জানান, রাত থেকে সকাল পর্যন্ত বেশ ঠান্ডা। আগের থেকে ঠান্ডা বেড়েছে অনেকটাই। ভোরে ভ্যান নিয়ে বের হলে খুব ঠান্ডা লাগে। পৌষ মাস না আসতেই কনকনে শীত লাগছে।

কয়েকজন গৃহিণী জানান, শীত মৌসুমের দিন যত গড়াচ্ছে ঠান্ডা তত বাড়ছে। বাইরে কাজ করতে অসুবিধা হচ্ছে। এখনই এতো ঠান্ডা, সামনে তো আরো খারাপ হবে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা: মুক্তি পেলেন খালেদা জিয়াসহ বাকিরা

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে খালাস...

মিয়ামির দায়িত্বে মেসির সাবেক সতীর্থ মাশচেরানো

টাটা মার্টিনোর পদত্যাগের পরই গুঞ্জন উঠেছিল মেসিদের...

চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতারের পরই অস্থিতিশীল দেশ

সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস...

জাতীয় ঐক্য গড়ার আহ্বান বিএনপির

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউ...

নিহত আলিফের চট্টগ্রামের বাড়িতে মাতম

চট্টগ্রামে আদালত ভবনের সামনে মঙ্গলবার (২৬ নভেম্বর)...

আত্মসমর্পণ করে জামিন পেলেন তাবাসসুম ঊর্মি

শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের...

ইসকন ইস্যুতে কঠোর অবস্থানে সরকার: আদালতে রাষ্ট্রপক্ষ

ইসকনের নেতা গ্রেফতারের ঘটনা ও চট্টগ্রামে আইনজীবী...

আদালতে আত্মসমর্পণ করেছেন বরখাস্ত ম্যাজিস্ট্রেট ঊর্মি

বৈষম্যবিরোধী আন্দোলনে আবু সাঈদসহ অন্য শহীদদের নিয়ে...

চন্দ্রায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুর কালিয়াকৈরের চন্দ্রায় ঢ...

ওমরাহ পালন শেষে শুরু হবে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা 

উন্নত চিকিৎসার জন্য আসছে ডিসেম্বরের মাঝামাঝিতে বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা