কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ নাইক্ষ্যংদিয়ার নাফ নদীর মোহনায় মাছ শিকারে গেলে ফেরার পথে ২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের আরাকান আর্মি।
ধরে নিয়ে যাওয়া জেলেরা টেকনাফ শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকাল ৫টায় নাইক্ষ্যংদিয়া নাফ নদী মোহনা থেকে তাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি।
আব্দুস সালাম বলেন, সকালে ১৫টি কাঠের নৌকা সহ ২০ জন জেলে মাছ শিকারে যান। ফেরার পথে নাইক্ষ্যংদিয়ার মোহনা থেকে নৌকা সহ ২০ জন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। বর্তমানে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বলেন, ২০ জন জেলেকে আরাকান আর্মির ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। বিজিবির সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, জেলেদের ফিরিয়ে আনার বিষয়ে যোগাযোগ করা হচ্ছে।
আমারবাঙলা/এমআরইউ