বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. শামীম রেজার শারীরিক অবস্থা দেখতে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার বিজুলিয়া গ্রামে যান। এ সময় তারা শামীমের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন।
শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যার দিকে বিজুলিয়া গ্রামে শামীমের নিজ বাড়িতে যান ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ অন্যরা।
শামীমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে নাসির উদ্দিন নাসির শামীমের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং আন্দোলনে অংশ নেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানান।
নাসিরের সঙ্গে এই সফরে উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স। এ ছাড়া ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি সোমেনুজ্জামান সোমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, শৈলকূপা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠু, সদস্য সচিব আলামিন বিশ্বাস, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব রাকিবুজ্জামান রকিসহ ইউনিয়ন ছাত্রদলের নেতারাও উপস্থিত ছিলেন।
ছাত্রদল নেতারা শামীমের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারকে প্রতিশ্রুতি দেন প্রয়োজনে শামীমের চিকিৎসায় সহযোগিতা করার।
এ সময় নাসির উদ্দিন নাসির বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন আমাদের সাংবিধানিক অধিকার এবং এই ন্যায্য আন্দোলনের জন্য শামীম রেজাসহ আমাদের ছাত্রদল নেতারা যে ত্যাগ স্বীকার করেছেন, আমরা তার মর্যাদা রাখব।
সফরে ছাত্রদল কেন্দ্রীয় নেতারা স্থানীয় নেতাদের সঙ্গে পরামর্শ করে এলাকার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়েও আলোচনা করেন।
আমারবাঙলা/আরইউ