জেলা প্রতিনিধি : দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। মেসার্স প্রিয়ম এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব আলু আমদানি করছেন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ভারত থেকে দুই ট্রাক আলু আমদানি হয়। দেশের বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে এসব আলু আমদানি করছে বলে জানায় প্রতিষ্ঠানটি।
আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি পারভেজ হোসেন জানান, দেশের বাজারে আলুর দাম ঊর্ধ্বগতি তাই বাজার নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে আলু আমদানি শুরু করেছি। প্রথম দিনে ভারতীয় দুই ট্রাকে ৪৭ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। এ সব আলু ভারতের জলপাইগুড়ি থেকে আমদানি করা হয়েছে। আমদানি বাড়লে দেশের বাজারে আলুর দাম অনেক কমে আসবে। দীর্ঘ আড়াই মাস পর কম শুল্কে আজ ভারত থেকে আলু আমদানি করা হয়েছে। বর্তমানে দেশের বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে মূলত এই আমদানি করা হয়েছে।
আমার বাঙলা/এমআর