ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট বাজারে সাঈদুর রহমান স্বপন নামে এক যাবজ্জীবন প্রাপ্তকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সাঈদুর রহমান স্বপন শেখেরহাট ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।
শনিবার সকাল ৯ টার স্থানীয়রা জানান, স্বপন সকাল ৯টায় শেখেরহাট মাজার মসজিদের সামনে স্থানীয় দোকানদার হারুনের জানাজায় উপস্থিত হয়ে নিজের পুর্বের ভুলত্রুটির জন্য ক্ষমা চেয়ে সবার কাছে দোয়া চান।
পরে বাজারে নাস্তা করতে আসে স্বপন। এ সময় দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তাকে। নিহত স্বপন ডাকাতি ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তবে তিনি জামিনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল ১০টার দিকে শেখেরহাট বাজারে স্বপনকে চার হাত ও পায়ের রগ কেটে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই ব্যক্তি মোটরসাইকেলে করে বাজারে এসে সাঈদুর রহমান স্বপনকে উপর্যুপরি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার ও সদর (সার্কেল) মোঃ মহিতুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২ টায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যার ঘটনায় জড়িত সিসিটিভি ফুটেজে দুই দুর্বৃত্তকে দেখা যায়। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি আরো বলেন, এ হত্যাকান্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আমার বাঙলা/এমআর