জেলা প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে ঘূর্ণিঝড় রেমেলে অধিক ক্ষতিগ্রস্থ ও বহুমুখী কাজের জন্য শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)।
মঙ্গলবার বিকেলে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে ও ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ এবং স্টার্ট ফান্ড বাংলাদেশ বাস্তবায়নে উপজেলা চন্ডিপুর ইউনিয়নের অধিক ক্ষতিগ্রস্থ একশত তের জন ক্ষতিগ্রস্ত পরিবারকে ৬হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
এ সময় অর্থপ্রদানকালে উপস্থিত ছিলেন চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, ইউপি সদস্য আবু তালেব শেখ, মনিয়ারা হেপি, চন্ডিপুর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ ইউনুস আকন, সুপারভাইজার মিঠুন, ভলান্টিয়ার জুয়েল রানা, রবিন, মামুন প্রমুখ।
পরিচারনা করেন দূঃস্থ স্বাস্থ্য কেন্দ্রে’র পরিবীক্ষণ কর্মকর্তা কাজী মাহফুজুর রহমান। এর আগে বালিপাড়া ও ইন্দুরকানী সদর, পত্তাশী, ইউনিয়নে ৬হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করেন।
এবি/এইচএন