নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বীরগঞ্জের নাগরিক প্লাটফর্ম ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভূক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সুইজারল্যান্ডের সহায়তায় ডেমক্রেসি ওয়াচ এর বাস্তবায়নে আস্থা প্রকল্পের হুইসেল ব্লোয়িং অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরমুক্তি যোদ্ধা মোঃ কবিরুল ইসলাম।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আবু সামা মিঞা (ঠান্ডু) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতিরি সাধারণ সম্পাদক কমলকান্ত হাসদা, ডেমক্রেসিওয়াচ জেলা সমন্বয়কারী কামরুজ্জামান, ফিল্ড অফিসার নাফিসা সাদাফ, সমাজকর্মী মোঃ মশিউর রহমান, সাংবাদিক মোঃ আবদুর রাজ্জাক এবং যুবদের পক্ষে বনলতা বাস্কে বন্যা ও পরাণ কিস্কু বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষার্থী, যুবনেতা, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবি/এইচএন