আশ্রাফ উজ-জামান রুবেল: তালায় কৃষকের কাছ থেকে নায্যমূল্যে আমন ধান সংগ্রহের লক্ষে "কৃষকের অ্যাপ" এর মাধ্যমে নির্বাচন করা হচ্ছে কৃষকদের ভাগ্য।
গত ১১ ডিসেম্বর সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনলাইন লটারির মাধ্যমে ১৮৮ জন কৃষক নির্বাচন করা হয়েছে।
উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন "কৃষকের অ্যাপ" এর অনলাইন লটারির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আশরাফুজ্জামান, পাটকেলঘাটা গুদামের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. মাসুদুর রেজা প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে, চলতি আমন মৌসুমে তালা উপজেলা থেকে ৫৬৫ টন ধান সংগ্রহ করা হবে। যা প্রতি মণ ১২০০ টাকা দরে কেনা হবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আশরাফুজ্জামান জানান, ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে ‘কৃষকের অ্যাপ’-এর মাধ্যমে ৪৭১ জন কৃষক আবেদন করেছিলেন। এর মধ্যে থেকে অনলাইনে লটারির মাধ্যমে ইউনিয়ন ভিত্তিক ১৮৮ জন কৃষক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত প্রত্যেক কৃষক তিন টন করে ধান খাদ্যগুদামে সরবরাহ করতে পারবেন।
এবি/এইচএন