বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি ও অটো রিকসা চালক আন্দোলন এর ৫১ সদস্য বিশিষ্ট নীলফামারী জেলা কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মানিক রতন ও সাধারণ সম্পাদক হিসেবে শামিমুর রহমান শামীম নির্বাচিত হয়েছেন।
সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি আল মামুন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বুধবার (২৩ এপ্রিল) এই কমিটি অনুমোদন দেন।
কমিটিতে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন মাসুদ রানা মানিক (সিনিয়র সহ-সভাপতি), মানিক চন্দ্র রায় (যুগ্ম সাধারণ সম্পাদক), ফারুক আহম্মেদ (সাংগঠনিক সম্পাদক), বাবুল হোসেন (প্রচার সম্পাদক), সাদ্দাম হোসেন (দপ্তর সম্পাদক)।
এ ছাড়া উপদেষ্টা হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম ও জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নুর আলম রয়েছেন কমিটিতে। নবনির্বাচিত জাতীয়তাবাদী সিএনজি ও অটো রিকসা চালক আন্দোলনের জেলা সভাপতি ও সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি মানিক রতন জানান, আগামী ৯০ দিনের মধ্যে উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশনা দেয়া রয়েছে। তিন বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।
আমারবাঙলা/ইউকে