বাংলাদেশে প্রস্তাবিত ১০০০ বেডের চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকালে শহরের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে সভাটি অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু হাসপাতালটি সিরাজগঞ্জে স্থাপনের দাবি জানিয়ে বক্তব্যে বলেন, বাংলাদেশে ৩টি চীন-বাংলাদেশ মৈত্রী ১০০০ বেডের আধুনিক হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জের বিভিন্ন পয়েন্টে বৃহৎ এই হাসপাতাল স্থাপনের পর্যাপ্ত সরকারি সম্পত্তি রয়েছে। তিনি আরো বলেন, সিরাজগঞ্জের জনসংখ্যা প্রায় ৩০ লাখ, এ জেলায় বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন শিল্প কারখানা গড়ে উঠেছে, আগামী ৫ বছরে দেশের বিভিন্ন জেলা থেকে আরো ১০ লাখ লোকের কর্মসংস্থান হবে এ জেলায়। কিন্তু বর্তমানে যে স্বাস্থ্য সেবার অবস্থা, এখানে এমনিতেই সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও একটি স্পেশালাইজড হাসপাতাল প্রয়োজন।
তাছাড়া এ জেলার মানুষ পরিপূর্ণ স্বাস্থ্য সেবা পাবে না। এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ কারণে এ জেলায় চীন মৈত্রী হাসপাতাল প্রয়োজন। যেমন দেশের মধ্য-বর্তী স্থানে হওয়ায় সড়ক, রেল ও নৌপথে সহজেই দেশের যে কোন প্রান্ত থেকে সিরাজগঞ্জ যাতায়াত করা সম্ভব। হাসপাতাল নির্মাণ করা হলে উত্তরাঞ্চলসহ সারাদেশের মানুষ সহজে সেবা নিতে পারবে। এই জন্য হাসপাতালটি সিরাজগঞ্জবাসীর আজ প্রাণের দাবি।
আমারবাঙলা/ইউকে