লক্ষ্মীপুরে তীব্র তাপপ্রবাহে এস.এস.সি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাছিবুর রহমান অভির উদ্যোগে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এস.এস.সি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করা হয়।
বিশুদ্ধ পানি ও স্যালাইন পেয়ে পরিক্ষার্থীদের স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা যায়। টানা ৩ ঘন্টা পরীক্ষা হলে থাকতে হয়েছে তাদের। অতিরিক্ত গরমের কারণে তাদের গলা শুকিয়ে গেছে। তারা ছাত্রদলের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।
কয়েকজন শিক্ষক পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন শেষে, গেইটে এসে ছাত্রদলের এমন উদ্যোগকে প্রশংসা করে জানিয়েছেন, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন পেয়ে শিক্ষার্থীরা কিছুটা স্বস্তি পেয়েছে। এভাবে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সামনে উদ্যোগ নেওয়া হলে ভালো হবে।
কলেজ ছাত্রদলের শীর্ষ নেতারা জানান, কেন্দ্রীয় ছাত্রদল ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্দেশে (আজ) প্রথমদিন তারা ৮'শ এস.এস.সি পরীক্ষার্থীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করছে। তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
পানি ও স্যালাইন বিতরণের সময় অভির সঙ্গে উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক বাহাদুর হোসেন নোবেল, ইমতিয়াজ আহমেদ বাবু, ছাত্রদল নেতা মতিউর আরিফ ও প্রিয়ন্তাসহ আরো অনেকে।
আমারবাঙলা/ইউকে