ক্রাফট ইন্সট্রাকটর ও জুনিয়র ইন্সট্রাকটর পদে পদোন্নতি বাতিলসহ ছয় দফা দাবিতে বগুড়ায় বিক্ষোভ করেছে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। হাইকোর্টের রায় প্রত্যাহার এবং নিয়োগবিধি সংশোধন করার দাবি জানানো হয়।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বগুড়া সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে। তারা দাবি পূরণের জন্য আল্টিমেটাম ঘোষণা দেয়। ১৬ এপ্রিল থেকে সারাদেশের সকল পলিটেকনিক ইন্সটিটিউটে বৃহত্তর কর্মসূচির হুশিয়ারি দেন বক্তারা।
বিক্ষোভ মিছিল ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় এসে শিক্ষার্থীরা জড়ো হয়। তাৎক্ষণিক সড়ক অবরোধ শেষে মুক্তমঞ্চের সামনে সমাবেশে বক্তব্য দেন কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজির শিক্ষার্থী আল আরাফাত নীরব।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোন বয়সে ভর্তির সুযোগ বাতিল, সকল শূন্য পদে দক্ষ শিক্ষক এবং ল্যাব সহকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, কারিগরি ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা, পলিটেকনিক এবং মনোটেকনিক ইন্সটিটিউট থেকে পাশ করা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগের জন্য উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানানো হয়।আমারবাঙলা/ইউকে