দিনব্যাপী নানা আয়োজনে নীলফামারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয় বুধবার (২৬ মার্চ)।
দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয় জেলাব্যাপী। সুর্যোদয়ের সাথে সাথে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয় স্বাধীনতা স্মৃতি অম্লানে। রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রথমে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে জেলা ও দায়রা জজ মোঃ মাহমুদুল করিম, পুলিশ সুপার আবুল ফজল মহম্মদ তারিক হোসেন খান পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, নীলফামারী প্রেসক্লাব, বিএনপিসহ সরকারী বিভিন্ন দফতর, সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। সকাল নয়টায় নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এছাড়া সার্কিট সাউজে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা প্রদান, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত, হাসপাতাল, জেলা কারাগার ও এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
আমারবাঙলা/ইউকে