শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
ছবি: রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ প্রকাশিত ২৫ মার্চ ২০২৫ ০৬:৪১
সর্বশেষ আপডেট ২৫ মার্চ ২০২৫ ০৬:৪৮

ব্যস্ত রাজবাড়ীর সেমাই পল্লী

রাজবাড়ী প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এখন ব্যস্ত রাজবাড়ীর সেমাই পল্লী। রাজবাড়ীসহ দেশের বিভিন্ন পাইকারি বাজারে সেমাই পৌঁছে দিতে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত সেমাই তৈরি করছেন তারা। গুণগত মান ভালো হওয়ায় জেলার চাহিদা মিটিয়ে কুষ্টিয়া, ফরিদপুর, মাগুড়া, ঝিনাইদহসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলার বাজারে যাচ্ছে সেমাই। সেমাইয়ের গুণগত মান ঠিক রাখতে নিয়মিত তদারকি করছেন মিল মালিক ও বিসিক কর্মকর্তারা।

রাজবাড়ী বিসিক শিল্প নগরীর কয়েকটি কারখানায় গিয়ে দেখা যায়, ঈদের বাজার ধরতে কর্মমূখর সেমাই কারখানাগুলো। সকাল থেকে রাত পর্যন্ত শ্রমিকরা সেমাই তৈরির কাজ করছে। আটার বস্তা থেকে মেশিনে ঢেলে মেশানো হচ্ছে। এরপর মেশিনের সাহায্যে সুতোর মতো সেমাই তৈরির পর, রোদে শুকিয়ে আগুনের তাপে ভেজে প্যাকেটজাত করা হচ্ছে। সবশেষে সরবরাহ করা হচ্ছে বিভিন্ন জেলায়।

রাজবাড়ী বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থিত দ্বীন ফুড প্রোডাক্টস কারখানার ম্যানেজার আব্দুস ছাত্তার জানান, পরিস্কার পরিছন্ন ভাবে তারা সেমাই তৈরি করেন। তাদের নিজেদের মিল থেকে ময়দা দিয়ে বানানো হয় সেমাই। প্রতিদিন বিশ মণ সেমাই তৈরি করেন তারা। তাদের উৎপাদিত সেমাই রং ও কেমিকেলমুক্ত হওয়ায় চাহিদা রয়েছে বেশ। ঈদের সময় ঘনিয়ে আসায় এখন দম ফেলার সময় নেই তাদের। রাজবাড়ীর চাহিদা মিটিয়ে কুষ্টিয়া, ফরিদপুর, মাগুড়া, ঝিনাইদহসহ বিভিন্ন জেলার বাজারে সরবরাহ করা হয়ে থাকে তাদের সেমাই।

শ্রমিক নাফিজা খাতুন জানান, সকাল আটটায় এসে সারাদিন অবিরত কাজ করে রাত নয়টার দিকে বাসায় ফেরেন। ঈদের সময় ঘনিয়ে আসায় তাদের কাজের চাপও বেড়েছে।

আরেক শ্রমিক ফুলজান বেগম জানান, পরিস্কার পরিছন্নভাবে হাতে গ্লাভস পরে কাজ করেন। মিল কর্তৃপক্ষ এই বিষয়টি বেশ গুরুত্বের সাথে দেখেন।

রাজবাড়ী বিসিক শিল্প নগরীর সহকারী মহাব্যবস্থাপক চয়ন বিশ্বাস বলেন, রাজবাড়ীর বিসিক শিল্প নগরী এলাকায় তিনটিসহ জেলায় মোট চারটি কারখানায় প্রতিদিন এক হাজার থেকে এক ৫০০ কেজি সেমাই তৈরি হচ্ছে। এই শিল্পের সঙ্গে জড়িত মালিক ও শ্রমিকদের নির্দেশনা দেওয়া হয়েছে খাদ্যদ্রব্য প্রস্তুত বিধিমালা মেনে যেন তারা সেমাই তৈরি করে। যদি কেউ নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পরকীয়ায় মেতে সর্বশান্ত করেছেন প্রবাসী স্বামীকে, এখন দিচ্ছেন প্রাণনাশের হুমকি

স্বামীর প্রবাস জীবনের সুযোগ নিয়ে একের পর এক করে গেছেন পরকীয়া। স্বামীর অর্জিত...

‘আমাদের উত্তরা ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

রাজধানীর উত্তরায় সামাজিক ও সেবামূলক সংগঠন ‘আমাদের উত্তরা ফাউন্ডেশন&rsq...

ভূমিকম্পে মিয়ানমারে নিহত ১৪৪, থাইল্যান্ডে ধ্বংসস্তূপে আটকে অসংখ্য মানুষ

মিয়ানমারে সাত দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প এবং ছয় দশমিক আট মাত্রার পর...

সোনার দামে রেকর্ড, ভরি এক লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা

দেশের বাজারে সোনার দাম আবারো বাড়ানো হয়েছে। সবচেয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা