সড়ক পরিবহন মালিক গ্রুপের অবৈধ কমিটি বাতিলের দাবিতে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছেন একই গ্রুপের একাংশের নেতারা। এছাড়া জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরেও একই স্মারকলিপি প্রদান করা হয়।
সোমবার (২৪ মার্চ) দুপুরে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেটের নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়।
আগামী তিনদিনের মধ্যে গত ১৭ মার্চ গঠিত ১১ সদস্যের কমিটি প্রত্যাহার ও গেল বছরের ২৬ আগষ্টের কমিটি বহাল রাখা না হলে কঠোর আন্দোলনের হুমকী দেয়া হয়েছে। স্মারকলিপিতে আওয়ামীলীগের দোসর আরেফ রব্বানীর শাস্তিও দাবী করা হয়।
সড়ক পরিবহন মালিক গ্রুপ নীলফামারীর সহ-সাধারণ সম্পাদক ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট জানান, আমরা তিন দিন দেখবো, যদি কমিটি বিলুপ্ত করা না হয় তাহলে আন্দোলনে নামবো। ২৬ আগষ্টে কমিটি গঠিত হওয়ার পর থেকে আরেফ রব্বানী স্বৈরাচারী স্টাইলে সংগঠন পরিচালিত করে আসছিলো। নানা অনিয়মে জড়িত হয়ে পড়েছেন তিনি।
আমারবাঙলা/ইউকে