জাতীয়করণসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে মসজিদ ভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক বৃন্দ।
রবিবার বেলা ১১টা থেকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মসজিদ ভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক কল্যাণ পরিষদের আয়োজনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলার শিক্ষক মোঃ মোস্তাক আহম্মেদ। বক্তব্যক দেন হাফেজ জুবায়ের, হাফেজ ইলিয়াজ, মোঃ মোতাহার হোসেন, মোঃ আব্দুল কাইয়ুম, মোঃ ফারুক আযম।
বক্তারা বলেন, মসজিদ ভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রম এই প্রকল্প বাংলাদেশে ৩০ বছরের বেশি সময় ধরে চলছে। বাংলাদেশে দীর্ঘ সময় চলা একমাত্র এই প্রকল্পটি জাতীয়করণ হয়নি। পাশাপাশি বর্তমান সরকার প্রকল্পটিকে আউটসোর্সিং এ নামিয়ে আনার পরিকল্পনা করছে। এজন্য সরকারের কাছে আমাদের দাবি দ্রুততম সময়ে আমাদের মসজিদ ভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রমকে জাতীয়করণ করা হোক।
আমারবাঙলা/ইউকে