দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাবেক দুই উপাচার্য ড. এম কামরুজ্জামান এবং ড. মু. আবুল কাসেমের বিরুদ্ধে নিয়োগ, প্রকল্প, এবং সরকারি অর্থ ব্যবহারে অনিয়মসহ একাধিক অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সূত্রে জানা গেছে, ড. মু. আবুল কাসেম ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি এবং ড. এম কামরুজ্জামান ২০২১ সালের ৩০ জুন হাবিপ্রবির ভিসি হিসেবে নিয়োগ পান। তাদের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, নির্মাণ প্রকল্পে অনিয়ম, ল্যাবের সরঞ্জাম ক্রয়ে দুর্নীতি এবং সরকারি অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ ওঠে।
তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক আতাউর রহমান সরকারকে প্রধান করে তিন সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। তিনি জানান, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সংশ্লিষ্ট নথি চাওয়া হয়েছে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর কবির বলেন, আমরা দুদকের চিঠি পেয়েছি এবং তাদের তদন্ত কমিটি নথি চেয়েছে। তবে বিশ্ববিদ্যালয় বর্তমানে বন্ধ থাকায় এপ্রিল পর্যন্ত সময় চাওয়া হয়েছে।
অডিট সেলের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ রেজাউল ইসলাম সরকার বলেন, সাবেক দুই ভিসির অনিয়ম ছাড়াও ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত যেসব দুর্নীতির অভিযোগ রয়েছে, সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত। এ বিষয়ে রিজেন্ট বোর্ডের সর্বশেষ সভায় একটি কমিটি গঠন করা হয়েছে।
আমারবাঙলা/ইউকে