ছবি: রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

পরীক্ষার ভেন্যু পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার ভেন্যু পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার (১৯ মার্চ) দুপুরে কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ইউএনও মো. মুস্তাফিজুর রহমান চৌধুরীর সাথে দেখা করে তাদের দাবি তুলে ধরে। কলেজ কর্তৃপক্ষও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ভেন্যু পরিবর্তনের জন্য ইউএনওর কাছে লিখিত আবেদন জমা দিয়েছে।

পরীক্ষার্থী মো. রাহাত শেখ ও জিহাদ হোসেন জানান, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা অনুযায়ী তাদের ভেন্যু নির্ধারণ করা হয়েছে মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজে, যা বালিয়াকান্দি সরকারি কলেজ থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে।

তারা বলেন, "উক্ত কলেজের যাতায়াত ব্যবস্থা খুবই দুর্বল। এতে আমাদের অনেক সময় নষ্ট হবে এবং পরীক্ষায় মনোযোগ দিতে অসুবিধা হবে।"

শিক্ষার্থী অনিক তাহসিন সুপ্তি বলেন, "অজপাড়া গাঁয়ে অবস্থিত একটি কলেজে আমাদের পরীক্ষার ভেন্যু নির্ধারণ করায় আমরা আতঙ্কিত। সেখানে কোনো আবাসিক ব্যবস্থা নেই, যাতায়াত ব্যবস্থা অনুপযুক্ত এবং নিরাপত্তার অভাব রয়েছে।"

শিক্ষার্থীদের দাবি, সরকারি নির্দেশনা অনুযায়ী পরীক্ষার ভেন্যু হতে হবে মূল কেন্দ্রের নিকটবর্তী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে। সে অনুযায়ী, বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজেই তাদের ভেন্যু নির্ধারণ করা উচিত।

বালিয়াকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ মো. শাহ নেওয়াজ পারভেজ বলেন, "২৬ জুন থেকে শুরু হতে যাওয়া ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার জন্য সরকার ১৭ মার্চ কেন্দ্র ও ভেন্যুর তালিকা প্রকাশ করেছে। এতে আমাদের কলেজের পরীক্ষার্থীদের জন্য যে ভেন্যু নির্ধারণ করা হয়েছে, তা শহর থেকে অনেক দূরে। এতে শিক্ষার্থীদের ভোগান্তি হবে। তাই আমরা ভেন্যু পরিবর্তনের জন্য ইউএনওর কাছে আবেদন করেছি।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, "শিক্ষার্থীদের প্রতিনিধি দল তাদের দাবির বিষয়ে আমার সঙ্গে কথা বলেছে। আমি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।"

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মো. রাহাত শেখ, মো. জিহাদ হোসেন ও অনিকা তাহসিন সুপ্তি। এছাড়াও বক্তব্য দেন সুপ্তি, অথৈই কুন্ডু, তন্নী, নিপা, জান্নাত, মায়া, সিজান, সিয়াম, উৎস, ইথুনসহ অন্যান্য শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা দ্রুত ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে বলেছেন, তা না হলে তারা আরও কঠোর আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হবেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অষ্টগ্রামে দেওঘর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহ...

অষ্টগ্রাম বাজারে ব্যবসায়ীর দোকান জোরপূর্বক তালাবদ্ধ

কিশোরগঞ্জের অষ্টগ্রাম বড় বাজারের স্বর্ণ ব্যবসায়ী আরাধন বণিকের পৈতৃক একটি দোকা...

ধনিয়া চাষ; অল্প পুঁজিতে বেশি লাভ

মসলা জাতীয় ফসল ধনিয়া বাঙালির রসনা বিলাসে প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে। পা...

বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ সাকিব

যেকোনো পর্যায়ের ক্রিকেটে সাকিবের আর বোলিং করতে বাধ...

বিচারপতি খিজির হায়াতকে অপসারণ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হা...

ফেনীতে কৃষিজমির মাটি লুট করায় ১১ জনের কারাদন্ড

ফেনীতে অবৈধভাবে রাতের আঁধারে কৃষিজমির মাটি লুট করায় ১১ জনকে কারাদন্ড দিয়েছেন...

পূবাইলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ চৌরাস্তা ৩৯ নং ওয়...

ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ

ফিলিস্তিনে মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সম...

ফিলিস্তিনে গণহত্যার বিচারে আন্তর্জাতিক পদক্ষেপ চায় ছাত্রশিবির

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের বেসামরিক লোকজনের ওপর গণহত্যার বিচারের...

রাজবাড়ীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার এক

রাজবাড়ীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে প্রীতম কর্মকার (৩৮) নামে এক ব্যক্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা