স্টাফ রিপোর্টার: রাজধানীতে শিল্পের চিত্র আয়োজিত ৫ম আন্তর্জাতিক আর্ট এন্ড ফটোগ্রাফি প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি অডিটোরিয়ামে এই প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. সানোয়ার জাহান ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি শিল্পীদের উদ্দেশে বলেন, শিল্পীর আঁকা বন্ধ করা যাবে না, আঁকতে হবে দরদ দিয়ে হৃদয় মন দিয়ে আঁকতে হবে। তবেই সফলতা আসবে।
এসময় উপস্থিত ছিলেন ফোকাস বাংলাদেশের প্রতিষ্ঠাতা চিত্রশিল্পী মোঃ কাউছার হোসেন, জলের ধারা’র প্রতিষ্ঠাতা চিত্রশিল্পী সোহাগ পারভেজ, প্রতিভা প্রকাশ’র প্রকাশক মঈন মোরসালিন, স্পেস সোয়েটার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাঈদ সাদেক আহমেদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন লেখক ও সম্পাদক সাইফুল ইসলাম এবং এনটিভ ‘র এক্সিকিউটিভ প্রোডিউসার আহসানুল হক।
আয়োজিত প্রদর্শনীতে দেশে বিদেশের প্রায় শতাধিক চিত্রকর্ম স্থান পায়। এসময় প্রায় ৩০ জন চিত্রশিল্পী ও খুদে চিত্রশিল্পীদের অভিভাবক, দর্শনার্থী এবং মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।
এবি/এইচএন