ফাইল ছবি
শিল্প ও সাহিত্য

একুশে বইমেলায় থাকবে ‘জুলাই চত্বর’

নিজস্ব প্রতিবেদক

আগামী ১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। গত ১৫ বছরের তুলনায় এবারের বইমেলার প্রেক্ষাপট ভিন্ন। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। গত বছরের জুলাইয়ের সেই অভ্যুত্থানের বিষয়গুলো নানাভাবে ফুটিয়ে তোলা হবে এবারের মেলায়। থাকবে ‘জুলাই চত্বর’। এর পাশাপাশি নানাভাবে সেই গণ-অভ্যুত্থানকে উপস্থাপন করা হবে। বইমেলা উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অমর একুশে বইমেলা ২০২৫ পরিচালনা কমিটির সদস্য সচিব সরকার আমিন বলেন, এবারের বইমেলায় জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে মেলার বিভিন্ন জায়গায় ফুটিয়ে তোলা হবে। মেলার অঙ্গসজ্জা ও বিভিন্ন চত্বরে তার প্রকাশ ঘটবে। থাকবে জুলাই চত্বর নামে আলাদা চত্বর। মেলার রং হিসেবে লাল, কালো ও সাদাকে বেছে নেওয়া হয়েছে। লাল বিপ্লবের প্রতীক, কালো শোকের প্রতীক। এই দুটি রংয়ে জুলাই গণ-অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটি তুলে ধরার চেষ্টা হবে।

এ বছরের বইমেলার থিম ‘জুলাই গণ-অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ’। এ স্লোগানকে ধারণ করেই মাসব্যাপী নানা আয়োজন থাকবে পুরো বইমেলায়।

এদিকে বইমেলায় প্যাভিলিয়ন ও স্টল নির্মাণের জন্য লটারি মঙ্গলবার বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। পুরোদমে শুরু হচ্ছে নির্মাণ কাজ।

বইমেলার সার্বিক প্রস্তুতির বিষয়ে সরকার আমিন বলেন, সার্বিক প্রস্তুতি ভালো। মাঝখানে বেশ কিছু চ্যালেঞ্জ ছিল। সেগুলোকে ইতোমধ্যে মোকাবিলা করা হয়েছে। এখন রাত-দিন কাজ চলছে। যে কোনো মূল্যে সঠিক সময়ে মেলা শুরু হবে।

তিনি বলেন, বইমেলার নিরাপত্তা মূলত রাষ্ট্রীয় নিরাপত্তা। সেটি আমরা পুরোপুরি পাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ সহযোগিতা করছে। ছাত্রদের সহযোগিতা পাব আশা করছি। তারা সরাসরি সহযোগিতা করবেন।

মঙ্গলবার স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দের লটারি শেষে প্রকাশকদের উদ্দেশ্যে কথা বলেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম। তিনি বলেন, আমরা প্রত্যেকটি কাজ সবার অংশগ্রহণমূলক করতে চেয়েছি। প্রত্যেকটি সিদ্ধান্ত আমরা একটি বৃহৎ কমিটির মাধ্যমে নিতে চেয়েছি। কমিটিতে প্রকাশকদের কমপক্ষে সাত জন সদস্য আছেন, যেটি গত কয়েকবারের তুলনায় বেশি।

বইমেলা সঠিকভাবে সম্পন্ন করতে প্রকাশকদের সহায়তা চেয়ে তিনি বলেন, লটারির ব্যাপারটি যেমন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে ঠিক তেমনি অপরাপর ব্যাপারগুলোও সুন্দর হবে এবং এর প্রতিফলন আমরা মেলার মাঠে পাবো। এখন আপনাদের কাজ হচ্ছে, নিজেদের প্রস্তুতিগুলো সুন্দরভাবে সম্পন্ন করা। আপনারা কেউই ২৯-৩০ তারিখের দিকে স্টল বানাবেন এমন প্ল্যান করবেন না। আমরা আমাদের অংশের কাজগুলো দ্রুত করছি এগুলো মেলার কয়েকদিন আগেই শেষ হবে। আপনাদের উচিত মেলা সুন্দরভাবে করার জন্যে আপনাদের সর্বশক্তি নিয়োগ করা।

বইমেলার অঙ্গসজ্জার বিষয়ে জানা গেছে, গত বইমেলায় যে ডিজাইন ছিল সেটিকে ভিত্তি করে আরো সহজে চলাচল করা সম্ভব, সহজে স্টলগুলোকে শনাক্ত করা সম্ভব এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জানা গেছে, এবারের বইমেলাকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। ১৯৫২ সালে রাষ্ট্রভাষা আন্দোলনের শহীদদের নামে হবে সেই ভাগগুলো।

এদিকে বইমেলাকে ঘিরে দেশের লেখক, প্রকাশক ও পাঠকরা ইতোমধ্যেই তাদের উচ্ছ্বাস প্রকাশ শুরু করেছেন। প্রকাশকদের একটি বড় অংশ সারা বছর অপেক্ষায় থাকেন কখন বইমেলা শুরু হবে।

মঙ্গলবার প্যাভিলিয়ন ও স্টল বরাদ্দের লটারি প্রকাশের সঙ্গে সঙ্গেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তারা কোন প্রকাশনীর স্টল নম্বর কত তা জানিয়ে পোস্ট দিয়েছেন। অনেকে আবার গত বছরের প্যাভিলিয়ন ও স্টলের ছবি পোস্ট দিয়ে জানান দিয়েছেন এবারের বইমেলায় তাদের প্যাভিলিয়ন বা স্টল কোথায় থাকবে।

উচ্ছ্বাসের কমতি নেই লেখকদের মাঝেও। তারা এবারের বইমেলায় কোন প্রকাশনা থেকে তাদের কী বই আসছে সে বিষয়ে জানান দেওয়া শুরু করেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভোমরা সীমান্তে পূর্ব নির্ধারিত যৌথ মাপ-জরিপ স্থগিত:চাষাবাদ অনিশ্চিত 

সাতক্ষীরার ভোমরা সীমান্তে বাংলাদেশ ও ভারতের পূর্ব নির্ধারিত যৌথ মাপ-জরিপ কার্...

রাষ্ট্রায়ত্ব চার ব্যাংকের ‘ক্যানসার’ থার্মেক্স গ্রুপ

দেশের ব্যাংকিং খাতের শীর্ষ খেলাপী প্রতিষ্ঠান সমূ...

রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

রাজবাড়ীতে ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের অরাজক কর্মকাণ্ডের প্রতিবাদে...

ক্যাপিটল হিলে দাঙ্গায় গ্রেপ্তার ১৫০০ জনকে ক্ষমা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার...

সাইবার সিকিউরিটি আইনের সব মামলা প্রত্যাহার হবে: আইন উপদেষ্টা

সাইবার সিকিউরিটি আইনের অধীনে সারা দেশে যতো মামলা রয়েছে সব প্রত্যাহার করা হবে...

শাহজালালে বিমানের জরুরি অবতরণের পর চলছে তল্লাশি

ইতালির রোম থেকে ঢাকায় আসার পথে বিমান বাংলাদেশ এয়ার...

মারাঠি রানি রূপে ধরা দিলেন রাশমিকা মান্দানা

দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের ন...

গোপন কারাগারে শিশুদের আটকে রাখতেন শেখ হাসিনা

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দ...

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছ...

এক ঘণ্টার দুধের বাজার 

বগুড়ার শেরপুর পৌর উত্তর সাহাপাড়া মহল্লায় শিশুপার্ক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা