অন্যধারা সাহিত্য সংসদের ১১ বছর পূর্তি এবং কবি ড. সৈয়দ রনোর জন্মদিন উপলক্ষে নব আলো সাহিত্য সংহতির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার জাতীয় প্রেসক্লাবে নব আলো সাহিত্য সংহতির প্রতিষ্ঠাতা সভাপতি কথাসাহিত্যিক সাজেদা হেলেন, সাধারণ সম্পাদক কবি হুমায়ুন কবির সিকদার, কবি লিমা খান (সাধারণ সম্পাদক, ঢাকা বিভাগ), কবি ফিরোজ আহমেদ বাবলু (সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি) সহ অনেকে ড. সৈয়দ রনোকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত অনেকে তাদের অনুভূতি ব্যক্ত করেন। তারা বলেন, অন্যধারা সাহিত্য সংসদ দীর্ঘ ১১ বছর ধরে সাহিত্য চর্চার যে ধারাবাহিকতা বজায় রেখেছে, তা সত্যিই অনন্য এবং অনুপ্রেরণাদায়ক। কবি ড. সৈয়দ রনো ভাইয়ের সৃষ্টিশীলতা এবং সাহিত্যকর্ম বাংলা সাহিত্যের এক উজ্জ্বল অধ্যায় হিসেবে চিহ্নিত। তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আরো সাফল্যের জন্য শুভকামনা রইল। শুভ প্রতিষ্ঠাবার্ষিকী ও শুভ জন্মদিন।
আমারবাঙলা/এমআরইউ