নব আলো সাহিত্য সংহতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং হোমপিচ ডেভেলপমেন্ট কোম্পানির চেয়ারম্যান হুমায়ুন কবির সিকদারের জন্মদিন উদযাপন করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় এ উপলক্ষে রাজধানীর মগবাজারে নব আলো পাবলিকেশন্সের অফিসে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নব আলো সাহিত্য সংহতির প্রতিষ্ঠাতা সভাপতি কথাসাহিত্যিক সাজেদা হেলেন বলেন, সাহিত্য, সংস্কৃতি এবং সমাজ উন্নয়নে হুমায়ুন কবির সিকদারের অবদান আছে। তার সৃষ্টিশীলতা ও নেতৃত্ব আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
তিনি হুমায়ুন কবিরের সুস্থতা, দীর্ঘায়ু এবং সাফল্য কামনা করেন। এ সময় উপস্থিত সকল সাহিত্যপ্রেমী নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন।
আমারবাঙলা/এমআরইউ