সংগৃহীত
শিল্প ও সাহিত্য

নাসার স্পেস ফাউন্ডেশন স্টুডেন্ট আর্ট কম্পিটিশনে ওয়াসিফার সাফল্য

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের খুদে চিত্রশিল্পী ওয়াসিফা তানজীবা এবার আমেরিকার নাসা কর্তৃক আয়োজিত স্পেস ফাউন্ডেশন স্টুডেন্ট আর্ট কম্পিটিশন-২০২৪-এ অংশগ্রহণ করে সবার নজর কাড়তে সক্ষম হয়েছে। ৭৫টি দেশের হাজার হাজার প্রতিযোগীর মধ্যে ওয়াসিফার সৃজনশীলতা ও মেধা তাকে এনে দিয়েছে বিশেষ স্বীকৃতি।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচার মেলায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ওয়াসিফাকে এই আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পী, শিক্ষাবিদ এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা ওয়াসিফার সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

ওয়াসিফা তানজীবা ঢাকার বিএএফ শাহীন কলেজের প্রথম শ্রেণির শিক্ষার্থী। তার পিতা মঈনুদ্দীন মিয়া এবং মাতা সাজিয়া আফরিন জাহান, উভয়েই সন্তানের প্রতিভা বিকাশে অত্যন্ত আন্তরিক। খুলনা জেলার মেয়ে ওয়াসিফা বর্তমানে ঢাকায় বসবাস করছে এবং বনানীর ‘রংধনু কচিকাঁচার মেলা’ আর্ট স্কুলে চিত্রাঙ্কনের প্রশিক্ষণ নিচ্ছে।

স্পেস ফাউন্ডেশন স্টুডেন্ট আর্ট কম্পিটিশন পৃথিবীর অন্যতম মর্যাদাপূর্ণ একটি প্রতিযোগিতা, যেখানে শিশু-কিশোরদের সৃজনশীলতা ও কল্পনাশক্তির পরীক্ষা হয়। এ বছর প্রতিযোগিতার থিম ছিল ‘Space Adventure’ (মহাকাশ অভিযান)। ওয়াসিফার আঁকা চিত্রে মহাকাশের রঙিন ও বিস্ময়কর দুনিয়া ফুটে উঠেছিল, যা বিচারকদের হৃদয় ছুঁয়ে যায়।

ওয়াসিফা ছোটবেলা থেকেই ছবি আঁকায় পারদর্শী। রং ও কল্পনার মেলবন্ধনে তার প্রতিটি কাজই হয়ে ওঠে অসাধারণ। এ প্রতিযোগিতায় তার অংশগ্রহণ এবং পুরস্কার প্রাপ্তি বাংলাদেশের জন্য গর্বের। তার এ অর্জন দেখিয়ে দেয় যে, বাংলাদেশি শিশুরা আন্তর্জাতিক মঞ্চেও তাদের প্রতিভার প্রমাণ দিতে সক্ষম।

ওয়াসিফার বাবা-মা তাদের সন্তানের প্রতিভা লালন ও বিকশিত করতে নিরলস পরিশ্রম করছেন। তারা চান, ওয়াসিফা তার সৃজনশীলতার মাধ্যমে ভবিষ্যতে আরো বড় বড় অর্জন করুক এবং দেশের নাম উজ্জ্বল করুক।

সংশ্লিষ্টরা মনে করেন, ওয়াসিফার সাফল্য শুধু তার পরিবারের নয়, গোটা দেশের জন্যই অনুপ্রেরণা। নাসার মতো বিশাল একটি মঞ্চে বাংলাদেশের নাম তুলে ধরে সে দেখিয়ে দিয়েছে যে, মেধা ও পরিশ্রমের সঠিক পরিচর্যা পেলে আমাদের শিশুরা বিশ্ব জয় করতে পারে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শোলাকিয়ায় ঈদের জামাতে ৬ লাখ মুসল্লি

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহের ঈদুল ফিতরের জামাতের বিশালত্ব যেন সকলে...

ঈদের শুভেচ্ছায় হামজা-জামালদের বার্তা

ঈদ উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানাত...

আগামী ঈদ করবেন আরাকানে, আশা রোহিঙ্গাদের

দেশব্যাপী ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজ। মিয়ানমার থেকে উদ্বাস্তু হয়ে বাংলাদেশে আ...

আমরা স্থায়ীভাবে ঐক্য গড়ে তুলতে চাই: প্রধান উপদেষ্টা

মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে,‌ সব প্রতিকূলতা সত্ত্বেও সেই ঐক্য অটুট...

চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

চট্টগ্রামের লোহাগড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ৫ জন নিহত হয়েছেন।...

ঈদের ওটিটিতে আলোচিত তিন কনটেন্ট

ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্মে নতুনের সমাহার। বাংলাদেশি দর্শকরা দেখতে প...

‘দুই বছরের জন্য বিরাট কোহলি সিডনি সিক্সার্সের’!

মঙ্গলবার (১ এপ্রিল) দিনের শুরুটাই হলো বড় এক চমক দিয়ে। এক মুহূর্তের জন্য মনে হ...

নৈশপ্রহরীকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করলো দুর্বৃত্তরা

ঢাকার সাভারে রুবেল (৩০) নামের এক নৈশপ্রহরী বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা...

মাইক্রোবাসের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা ও শিশুসহ ৩ ভ্যান যাত্রী নিহত

মেহেরপুরে ঈদের দিন সোমবার বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের ধাক্কায় শিশুসহ তিনজন...

আওয়ামী লীগ নেতাদের চাঁদায় এনসিপির ব্যানারে ইফতার

খুলনার কয়রায় আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে সংগ্রহ করা চাঁদায় জাতীয় নাগরিক পার্ট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা