‘শিল্প-সাহিত্যের নান্দনিক চর্চায় জ্বলে উঠুক সভ্যতার বহ্নিশিখা’— এই শ্লোগান ধারণ করে নবআলো সাহিত্য সংহতি ৩১ সদস্যের ঢাকা বিভাগীয় নতুন কমিটি ঘোষণা করেছে।
শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কবি রাহিমা আক্তার রিমা। সিনিয়র সহ-সভাপতির পদে ফিরোজ আহমেদ বাবলু, সাধারণ সম্পাদক হিসেবে কবি লিমা খান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে কবি ওমর ফারুক নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যরা সাহিত্য ও সংস্কৃতি বিকাশে তাদের লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। বক্তারা নবআলো সাহিত্য সংহতির সাহিত্য অঙ্গনে দীর্ঘদিনের অবদান এবং আগামী দিনের কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি, কবি ও সংগঠক সাজেদা হেলেন। তিনি তার বক্তব্যে নব আলো সাহিত্য সংহতির নতুন কমিটির প্রতি শুভকামনা জানান এবং সাহিত্যচর্চার প্রসারে তাদের ভূমিকা নিয়ে আশাবাদ প্রকাশ করেন।
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, কবি ও সংগঠক হুমায়ুন কবির সিকদার।
নতুন কমিটির নেতৃত্বে সাহিত্য ও সংস্কৃতির অগ্রযাত্রায় নবআলো সাহিত্য সংহতি এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে সকলেই প্রত্যাশা ব্যক্ত করেন।
আমারবাঙলা/এমআরইউ