সংগৃহীত
শিল্প ও সাহিত্য

এবারের কলকাতা বইমেলায় নেই বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

আগামী ২৮ জানুয়ারি শুরু হচ্ছে ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। বর্তমানে পুরোদমে চলছে মেলা আয়োজনের সার্বিক প্রস্তুতি। এবারের মেলায় কোন কোন দেশ অংশ নিচ্ছে, এরই মধ্যে তার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। কিন্তু প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের নাম বলা হয়নি ঘোষণায়।

এদিকে বইমেলায় এবার অংশগ্রহণকারী দেশের তালিকায় বাংলাদেশের নাম না থাকার সমালোচনা করেছে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর)। তাদের অভিযোগ, ভারতের কেন্দ্রীয় সরকারের অনীহার কারণে বইমেলা কর্তৃপক্ষ বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে পারেনি। বাংলাদেশের নতুন সরকারের ওপর চাপ তৈরি করতে বইমেলাকে ব্যবহার করা হচ্ছে।

যদিও ১৯৯৬ সাল থেকে বাংলাদেশ প্যাভিলিয়ন এই মেলার অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশ প্যাভিলিয়ন ঘিরে প্রতিবছর বইপ্রেমী মানুষের ব্যাপক আগ্রহ দেখা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, ভারত সরকারের অনাগ্রহে বইমেলায় বাংলাদেশের প্রকাশকদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। কলকাতার সল্টলেকে বইমেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় এবারের ‘থিম কান্ট্রি’ জার্মানি।

বইমেলার এবারের আয়োজনের বিষয় জানাতে গত শুক্রবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কলকাতার পার্ক হোটেলে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়াসহ অনেক দেশ এবারের মেলায় অংশ নিচ্ছে।

সাংবাদিকরা বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে ত্রিদিব বলেন, ‘বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির মধ্যে আমরা সরকারি নির্দেশনা ছাড়া কোনো কথা বলতে পারছি না। পরিবর্তিত পরিস্থিতিতে এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’

মঙ্গলবার (১৯ নভেম্বর) পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকায় একটি সংবাদ ছাপা হয়, যার শিরোনাম ছিল ‘বইমেলার দাওয়াত না পেয়ে হতাশ ঢাকা’। তাতে বলা হয়, কলকাতা বইমেলায় বাংলাদেশের অংশ নেওয়া না নেওয়া এখন পুরোপুরি ভারতের উপরমহলের সিদ্ধান্ত। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সূত্রে আরো বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের কারণে কেন্দ্রীয় সরকারের নির্দেশনায় বইমেলায় বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি।

জানা গেছে, প্রতিবছর কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের মাধ্যমে বইমেলায় অংশ নিতে বাংলাদেশকে আমন্ত্রণপত্র পাঠায় আয়োজক প্রতিষ্ঠান। সে অনুযায়ী প্রস্তুতি নেয় জাতীয় গ্রন্থকেন্দ্র।

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম জানান, এবার উপহাইকমিশনে আমন্ত্রণপত্র পাঠানো হয়নি। এ বিষয়ে জানতে মেলার আয়োজকদেরও ই-মেইল করা হয়েছে, তবে তারা জবাব দেয়নি।

গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়ের সঙ্গে টেলিফোনে কথাও বলেছেন আফসানা বেগম। জবাবে ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, ঢাকায় একুশে বইমেলায় ভারতের প্রকাশনাকে রাখা হয় না, কিন্তু কলকাতায় বাংলাদেশের প্রকাশকরা অংশ নেন। কিন্তু এখন তারা মনে করছেন, কলকাতার মেলায় বাংলাদেশকে রাখা ঠিক হবে না।

আফসানা বেগম তাকে জানান, একুশে বইমেলা একটি জাতীয় আয়োজন। সেখানে বিদেশি কোনো প্রকাশনা সংস্থাকে আমন্ত্রণ জানানো হয় না। ২০২৫ সালের মধ্যে ঢাকায় একটি আন্তর্জাতিক বইমেলা আয়োজনের চেষ্টা করছে সরকার, সেখানে ভারতকে আমন্ত্রণ জানানো হবে। এমনকি কলকাতা বইমেলায় বাংলাদেশকে আমন্ত্রণ না জানালেও আমন্ত্রণ জানানো হবে।

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আরো জানান, গত শুক্রবার কলকাতায় যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল, তাতে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন, বাংলাদেশ এবার মেলায় অংশ নিতে আবেদন করেনি।

আফসানা বেগম গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশ একটি রাষ্ট্র, কোনো প্রকাশনা প্রতিষ্ঠান নয় যে মেলায় অংশ নিতে আবেদন করবে। সংবাদ সম্মেলনে এভাবে আবেদনের কথা তোলা সঠিক হয়নি। আর এবার জার্মানিকে মেলায় থিম কান্ট্রি করা হয়েছে, তারা কি আবেদন করেছে? নাকি তাদের আমন্ত্রণ জানানো হয়েছে?’

ঢাকার কয়েকজন প্রকাশক জানান, ব্যক্তিগতভাবে তারা মেলার আয়োজকদের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু তাদের বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় সরকারের নির্দেশ না পেলে এ ক্ষেত্রে কিছু করার নেই।

অনন্যা প্রকাশনীর স্বত্বাধিকারী মনিরুল হক বলেন, ‘কলকাতা বইমেলায় কয়েকবার বাংলাদেশকে থিম কান্ট্রি করা হয়েছে। ঢাকা থেকে প্রকাশিত বই ও লেখকদের প্রতি ওখানকার পাঠকদের ব্যাপক আগ্রহ রয়েছে। এবারো জাতীয় গ্রন্থকেন্দ্রের পক্ষ থেকে বৈঠক করে মেলায় অংশ নিতে আগ্রহী প্রকাশকদের প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে আগ্রহ না দেখানোতে বিষয়টি অনিশ্চয়তার মুখে পড়েছে।’

মনিরুল হক জানান, জাতীয় গ্রন্থকেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক প্রচেষ্টার পরও ভারত সরকারের আগ্রহ দেখা যায়নি। গিল্ডের সভাপতির সঙ্গে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি।

পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় বলেন, ‘ভারতের কেন্দ্রীয় সরকারের নির্দেশনা ছাড়া কিছু বলতে পারছি না। বাংলাদেশ আগ্রহ দেখালেও কেন্দ্রীয় সরকারের নির্দেশনার বাইরে আমরা কিছু করতে পারছি না।’

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জয়ে ফিরল আর্জেন্টিনা

শেষ মুহূর্তে লাউতারো মার্টিনেজের দুর্দান্ত এক গোলে...

জুলাই অভ্যুত্থান নিয়ে শিল্পকলায় ভাস্কর্য কর্মশালা: পরিচালনায় ভাস্কর পাপিয়া

রাজধানীর শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের তত্ত্...

এ আর রহমানের ২৯ বছরের সংসার ভাঙছে

দীর্ঘ ২৯ বছরের সংসার ভাঙছে খ্যাতিমান সঙ্গীতজ্ঞ, অস...

ঝিনাইদহে সুদের টাকা না পেয়ে বাড়ি দখলের অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জে সুদের টাকা না পেয়ে এক দিনমজুরে...

গাজায় অর্ধশত ফিলিস্তিনি নিহত, প্রাণহানি ৪৪ হাজার ছুঁই ছুঁই

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরো অর্ধ...

জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান

শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ...

গঠিত হলো নতুন নির্বাচন কমিশন

পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। অব...

ঢাকায় আসবেন জো বাইডেনের বিশেষ প্রতিনিধি

চার দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্...

মহাখালীতে অটোরিকশা চালক ও সেনাবাহিনীর মুখোমুখি অবস্থান

রাজধানীর বিভিন্ন সড়কে সকাল থেকে বিক্ষোভ করে যান চল...

আদানির বিরুদ্ধে ঘুষ-প্রতারণার অভিযোগ আনলো যুক্তরাষ্ট্র

বিশ্বের অন্যতম শীর্ষ ভারতীয় ধনী আদানি গ্রুপের চেয়া...

লাইফস্টাইল
বিনোদন
খেলা