সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য সাত কর্ম দিবসের মধ্যে একটি কমিটি গঠন করা হবে বলে জানা গেছে। সরকার তাদের দাবি আমলে নেওয়ায় আপাতত কলেজের শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যান আন্দোলনরত তিতুমীর কলেজের ১৪ শিক্ষার্থী। তার আগে অবশ্য তারা আল্টিমেটাম দেন আজকের ভেতর দাবি মানা হলে আগামীকাল আরও কঠোর আন্দোলনের দিকে যাওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে অংশ নেওয়া তিতুমীর কলজের শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সদস্য মতিউর রহমান গণমাধ্যমকে বলেন, আলোচনায় সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন এবং আমাদের দাবি পর্যালোচনার আশ্বাস দেওয়া হয়েছে। কমিটি অনুসন্ধান করে একটি প্রতিবেদন জমা দেবে। আমরা প্রস্তাবটি গ্রহণ করেছি এবং এ সময়ের জন্য আন্দোলন প্রত্যাহার করছি।
এর আগে গতকাল সোমবার তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করার দাবিতে রাজপথে আন্দোলনে নামেন প্রতিষ্ঠানটি শিক্ষার্থীরা। এদিন তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে তারা আন্তঃনগরের দুটি ট্রেন খামিয়ে তাতে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এরপর অবশ্য তারা অভিযোগটি মেনে নিয়ে তাদের দায় স্বীকার করেন।
কারণ হিসেবে তারা বলেন, যখন ট্রেন আসছিল তখন মহাখালী রেল লাইনের ওপর দুই থেকে তিন হাজারের মতন শিক্ষার্থী ছিলেন। লাইনমেন পতাকা দিয়ে ইশারা করলেও ট্রেন ড্রাইভার ট্রেন না থামালে তারা ইট ছোড়েন। এ ঘটনায় অবশ্য শিশুসহ দুই ট্রেনের আরও বেশ কিছু যাত্রী আহত হন।
.
আমার বাঙলা/এসএইচ