খেলা

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাঁপিয়ে দেবো: শান্ত

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে ২০২ রানে অলআউট হয়ে ৩৪.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ম্যাচ হেরে বসে নাজমুল হোসেন শান্তর দল। তবে এই পরাজয় নিয়ে খুব বেশি ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক। বরং তিনি আত্মবিশ্বাসী, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দাপট দেখাবে।

শান্ত গত রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি গায়ে ব্যাট হাতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি বাঘ ও ক্রিকেটের ইমোজি দিয়ে লিখেছেন, ‘বাংলাদেশের বাঘেরা গর্জন করতে প্রস্তুত, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাঁপিয়ে দেব। তৈরি হও বিশ্ব, একটা ঝড় আসছে!’

শান্তর এই বার্তার সঙ্গে সুর মিলিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটি গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ দলকে নিয়ে পোস্ট করেছে। যেখানে শান্ত, জাকের আলী অনিক, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের ছবি দিয়ে লিখেছে, ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে গর্জন করতে প্রস্তুত।’

প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। প্রথম ১০ ওভারে ২ উইকেটে ৬০ রান তুললেও পরবর্তী সময়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৮.২ ওভারে ২০২ রানে অলআউট হয় তারা। জবাবে পাকিস্তান ৩৪.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৬ রান তুলে সহজ জয় নিশ্চিত করে।

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু হবে ২০ ফেব্রুয়ারি, ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবে দলটি। রাওয়ালপিন্ডিতে হবে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দুটি। শান্তর আত্মবিশ্বাসী বার্তা কতটা বাস্তবে রূপ নেয়, সেটাই এখন দেখার অপেক্ষা।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শ্রীমঙ্গলে দরিদ্রদের মাঝে এনসিসি ব্যাংকের কম্বল বিতরণ

অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখা...

অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা থাকবে না: ফখরুল

সরকারে বসে সরকারের সব সুযোগ–সুবিধা নিয়ে দল গঠন করলে তা কখনোই মেনে নেওয়া...

‘পরিবেশ রক্ষায়ও কাজ করছে ট্যুরিস্ট পুলিশ’

ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের সুরক্ষার পাশাপাশি পরিবেশ রক্ষায়ও কাজ করছে বলে মন্তব...

কু‌য়েটের প্রশাসনিক-একাডেমিক ভবনে শিক্ষার্থীদের তালা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘট...

নকল তুষারে ঢেকে দেওয়া হয় গ্রাম, মন ভরেনি পর্যটকদের 

তুষারে ঢেকে আছে পুরো গ্রাম। মনোমুগ্ধকর এমন ভূপ্রকৃ...

‘পরিবেশ রক্ষায়ও কাজ করছে ট্যুরিস্ট পুলিশ’

ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের সুরক্ষার পাশাপাশি পরিবেশ রক্ষায়ও কাজ করছে বলে মন্তব...

২০১৪ ও ‘১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

এবার ২০১৪ ও ২০১৮ সালের দশম এবং একাদশ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়...

মহান শহীদ দিবসে ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা জোরদার র‍্যাবের

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান...

জাকের–হৃদয়ে বাংলাদেশের ১০০ পার

৮.৩ ওভারের মধ্যে ৩৫ রানে ৫ উইকেট পড়েছিল বাংলাদেশের। ষষ্ঠ উইকেটে ৭৮ রানের অবিচ...

অধৈর্য হওয়ার কারণ দেখি না: হাবিব

‘পাগল হাওয়া’ গানটি কবে আসবে? এ একটি প্রশ্ন বারবার শুনতে হচ্ছে হাব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা