ছবি-সংগৃহীত
বিনোদন

হামলার শিকার বলিউড অভিনেত্রী অর্চনা

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী অর্চনা গৌতম ও তার বাবা গত ২৯ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে কংগ্রেস অফিসের সামনে হামলার শিকার হন। এ ঘটনায় অর্চনার বাবা এবং ড্রাইভার গুরুতরভাবে আহত হয়েছেন।

সম্প্রতি অভিনেত্রী অর্চনা ও তার বাবা ভারতের সংসদে মহিলা সংরক্ষণ বিল পাসের জন্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে অভিনন্দন জানাতে দিল্লির কংগ্রেস অফিসে যান।

কিন্তু অফিসের প্রবেশ পথে তাদের আটকানো হয় এবং একদল হামলাকারীর আক্রমণের শিকার হন। এ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

সংবাদমাধ্যমের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন অর্চনা। তিনি বলেন, ‘তারা আমাদের অফিসে প্রবেশ করতে দেয়নি। এমনকী গেটও খুলতে দেয়নি।

আমাদের বলা হয়েছিল, উপর থেকে আদেশ রয়েছে আপনাদের ভেতরে ঢোকার অনুমতি যাতে না দেওয়া হয়। কিন্তু এর পেছনের কারণ আমার জানা নেই। আমি সেখান থেকে পালিয়ে কোনো রকমে প্রাণ বাঁচিয়েছি। আমি শুধু তাদের অভিনন্দন জানাতে গিয়েছিলাম।

অভিনেত্রী বলেন, আমি ভেবেছিলাম আমাকে সুন্দরভাবে স্বাগত জানানো হবে। কারণ বিগ বস শেষ হওয়ার পর আমি পার্টি অফিসে যাইনি। সেখানে মহিলারাও ছিল, যারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমি বিস্মিত, মানুষ কীভাবে এমন আচরণ করতে পারেন।’

অভিনেত্রী অর্চনা ঘটনাটির বর্ণনা দিয়ে বলেন, ‘আমি রাস্তায় পার্ক করা গাড়িগুলোর দরজা খোলার চেষ্টা করছিলাম। যাতে কোনো একটি গাড়ির ভেতরে লুকিয়ে থাকতে পারি। তারা আমার চুল টেনে ধরেছিল; এটা অন-রোড রেপ থেকে কম ছিল না। হাত জোড় করে তাদের কাছে অনুরোধ করলাম। আমার বাবাও খুব ভয় পেয়েছিলেন।’

মুম্বাই ফিরে গিয়েছেন অর্চনা। আর তার বাবা উত্তরপ্রদেশের মিরাটে তাদের নিজেদের বাড়িতে ফিরে গিয়েছেন।

অর্চনা এসব তথ্য উল্লেখ করে বলেন, ‘আমার বাবা আহত হয়েছেন। আমার ড্রাইভার মাথায় আঘাত পেয়েছেন। এটা সঠিক কাজ নয়। আমি এখনো ভালো আছি। আমি খুব শিগগির এ বিষয়ে সংবাদ সম্মেলন করব এবং সত্য প্রকাশ করব।’

বলিউডের এ অভিনেত্রী রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীর কাছ থেকে ফোন কল আশা করছেন। তা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি নিশ্চিত রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী এই বিষয়ে জানেন না। আমি তাদের কাছ থেকে একটি কল আশা করছি।

দিদি (প্রিয়াঙ্কা গান্ধী) এখন আমার পক্ষে না দাঁড়ালে আমি ভেঙে পড়ব। আমি সবসময় তাদের সমর্থন করেছি। যদি তারা আমাকে না ডাকেন, আমি সত্যি ভেঙে পড়ব।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ট্রয় নগরী ধ্বংসে ‘ইরিস’ নাকি ‘হেলেন’, কে দায়ী?

স্রষ্টা পৃথিবীর বংশগতি রক্ষার জন্য নারী ও পুরুষ প্...

জয়ে ফিরল আর্জেন্টিনা

শেষ মুহূর্তে লাউতারো মার্টিনেজের দুর্দান্ত এক গোলে...

জুলাই অভ্যুত্থান নিয়ে শিল্পকলায় ভাস্কর্য কর্মশালা: পরিচালনায় ভাস্কর পাপিয়া

রাজধানীর শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের তত্ত্...

ঝিনাইদহে সুদের টাকা না পেয়ে বাড়ি দখলের অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জে সুদের টাকা না পেয়ে এক দিনমজুরে...

এ আর রহমানের ২৯ বছরের সংসার ভাঙছে

দীর্ঘ ২৯ বছরের সংসার ভাঙছে খ্যাতিমান সঙ্গীতজ্ঞ, অস...

বিচারের পরই নির্বাচনে স্বাগত জানানো হবে আওয়ামী লীগকে

‘আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কর...

কাল ঢাকা আসছেন বাইডেন প্রশাসনের বিশেষ প্রতিনিধিদল

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধি...

নেতানিয়াহুকে গ্রেফতারের নির্দেশ আইসিসির

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশ...

নতুন সিইসি নাসির উদ্দীনের নাম ছিল বিএনপির তালিকায়

অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীন প্রধান নির্ব...

আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার

শুটিং সেটে আপত্তিকর ভিডিও ধারণ করার অভিযোগ তুলেছেন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা