রাজবাড়ীর পাংশা উপজেলার যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সরিষা ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে সরিষা ইউনিয়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন, যুবদল নেতা শামসুল আলম শিমু। এতে সরিষা ইউনিয়ন বিএনপি নেতা মো. হারুন অর রশিদ (কালাম মন্ডল), মো. রাফিজুল আলম ডালু এবং বারবার কারানির্যাতিত ছাত্রদল নেতা সজীব রাজা বক্তব্য রাখেন।
এছাড়া সমাবেশে পাংশা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সেলিম সর্দার, সরিষা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আকিদুল ইসলাম, সরিষা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আকুল হোসেন এবং ছাত্রদলের নেতা আমিরুল ইসলাম বক্তব্য দেন।
সমাবেশটি পরিচালনা করেন, সরিষা ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি রফিকুল ইসলাম। বক্তারা আরিফুল ইসলাম আরিফের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আমারবাঙলা/এনআই