নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার এলাকায় ৬ তলাবিশিষ্ট রাজ কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টার পর তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসীম।
সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। শেষ খবর পাওয়া অনুযায়ী— আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনের তীব্রতা কিছুটা কমে এলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ভবনের ভেতর থেকে বের হচ্ছে ধোঁয়া। উদ্ধার তৎপরতা চালাতে অক্সিজেন মাস্ক ও অগ্নিনির্বাপণ কস্টিউম পরে ভেতরে প্রবেশ করছেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সদস্যরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনটির ভেতরের দিকে আগুন লেগেছে। বাইরে থেকে কিছু দেখা যাচ্ছে না। দ্বিতীয় তলার জানালার কাচ ভাঙার পর ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে।
এদিকে আগুনের খবরে ঘটনাস্থলে উৎসুক জনতা ও আশপাশের দোকান মালিক-কর্মচারীরা ভিড় করছেন।
এবি/এইচএন