জোহানসবার্গে শেষ টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে প্রোটিয়া বোলারদের রীতিমতো কচুকাটা করেছেন স্যাঞ্জু স্যামসন। আগের দুই ম্যাচে রানের খাতা খুলতে না পারার ক্ষোভ এদিন দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর ঝেড়েছেন ভারতীয় এই ওপেনার। ব্যাট হাতে চার-ছক্কার ফুলঝুরিতে ম্যাচের পুরোটা সময় দর্শক মাতিয়ে রেখেছিলেন এই ব্যাটার। ম্যাচে সেঞ্চুরিও পেয়েছেন স্যামসন।
তবে স্যামসনের এই ছক্কায় ব্যথা পেয়েছেন এক নারী ভক্ত। মাঠে খেলা দেখতে আসা ওই নারী ভক্ত স্টেডিয়ামে বসে যখন খেলা দেখছিলেন, তখন স্যামসনের এক ছক্কা এসে সরাসরি আঘাত করে ওই নারী ভক্তের গালে।
এ সময় ব্যথায় কুঁকড়ে উঠেন ওই নারী ভক্ত। ব্যথায় কাতরাতেও দেখা গেছে তাকে। এ সময় ওই নারী ভক্তের গালে বরফ লাগাতেও দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ব্যাপক সারা ফেলেছে।
শুক্রবার (১৬ নভেম্বর) শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১ উইকেট খরচায় ২৮৩ রান তুলেছে ভারত। যা দেশের বাইরে টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এমন দিনে সাঞ্জু স্যামসন ও তিলক ভার্মা সেঞ্চুরি পেয়েছেন।
এর আগে বিদেশের মাটিতে সর্বোচ্চ ২৪৪ রান করেছিল ভারত। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেটি ছিল ভারতের রেকর্ড। এবার সেটা টপকে নতুন রেকর্ড গড়েছে ভারত। এমন ম্যাচে ১৩৫ রানের জয়ে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত জয় তুলেছে ৩-১ ব্যবধানে।
এদিন শুরুতে ব্যাট করতে নেমে ব্যাট হাতে প্রোটিয়া বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছে ভারত। অভিষেক শর্মা ১৮ বলে ৩৬ রান করে সাজঘরে ফিরলেও ভারতের রানের চাকা সচল রাখেন স্যামসন ও তিলক। দুজনেই পেয়েছেন তিন অঙ্কের দেখা। ৫১ বলে সেঞ্চুরি করেছেন স্যামসন, একই মাইলফলক ছুঁতে তিলক খেলেছেন মাত্র ৪১ বল।
যেখানে স্যামসনের সংগ্রহ ৫৬ বলে ৯ ছক্কা ও ৬ চারে ১০৯। অন্যদিকে তিলকের সংগ্রহ ৪৭ বলে ১০ ছক্কা ও ৯ চারে ১২০ রান। পথে দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ২১০ রানের জুটি গড়েন দুজন। যা টি–টোয়েন্টিতে যেকোনো উইকেটে ভারতের সর্বোচ্চ এবং আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দ্বিতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ সংগ্রহ।
আমার বাঙলা/এনবি