ইউনুস রিয়াজ, গবি প্রতিনিধি: স্বাস্থ্য অর্থনীতির উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) অর্থনীতি বিভাগের প্রভাষক ড. শামীমা আক্তার। গত ২৩ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট অধিবেশনে তাকে এ ডিগ্রি প্রদান করা হয়।
সম্প্রতি তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সৈকত আলী-এর তত্ত্বাবধানে 'The burden of ilness of the cervical cancer treatment protocol in Bangladesh' এই গবেষণাকর্মটি সম্পন্ন করেন। ২০১৪-১৫ শিক্ষাবর্ষে তার এ ডিগ্রির প্রক্রিয়া শুরু হয়।
তিনি ময়মনসিংহ জেলার মেলানদহ উপজেলার সন্তান। তিনি ময়মনসিংহের হাজরাবাড়ি গার্লস স্কুল থেকে মাধ্যমিক ও মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করে। এরপর তিনি শাহ্ জালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২০০৬ সালে স্নাতক এবং ২০০৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
ড. শামীমা আক্তার বলেন, অনেক সংগ্রামের পর এই অর্জন। আমি এবং আমার পরিবার খুবই আনন্দিত। আমি মূলত দেশের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত ক্যান্সার রোগীদের চিকিৎসাখাতে সরাসরি চিকিৎসা খরচ ছাড়াও অন্যান্য যেসব খরচ নিয়ে ভোগান্তি পোহাতে হয় সে বিষয়ের উপর গবেষণা করেছি। এই গবেষণাপত্র সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি আশাবাদী।
উল্লেখ্য, তিনি ২০১১ সালের এপ্রিলে গণ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন।
এবি/এইচএন