আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম ইউক্রেনের স্কুলগুলোতে ইন্টারেক্টিভ সফ্টওয়্যার ব্যবহার করে রাইফেল এবং পিস্তল থেকে গুলি চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের। বৃহস্পতিবার একজন আঞ্চলিক কর্মকর্তা বলেছেন, রাশিয়ার প্রায় দুই বছরের আক্রমণ কীভাবে স্কুলজীবনকে প্রভাবিত করেছে এর মাধ্যমে সেই ইঙ্গিত দিচ্ছে।
যুদ্ধের কারণে ইউক্রেনের শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। স্কুলের স্থাপনাগুলো ধ্বংস হয়ে যাওয়ায় অনলাইনে ক্লাস করতে বাধ্য করা হচ্ছে শিক্ষার্থীদের। এই সময়ে কর্মকর্তারা যুদ্ধকালীন পাঠ্যক্রম চালু করছে, যার মধ্যে গুলি চালানোর মহড়া এবং ড্রোন পাইলটিং রয়েছে।
পশ্চিম ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলের গভর্নর স্বিতলানা ওনিশচুক সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘প্রাইকারপাট্টিয়া হাই স্কুলের ছাত্ররা ইউক্রেনের প্রতিরক্ষা ক্লাসে নিরাপদ ইন্টারেক্টিভ ব্যবস্থায় শুটিং শিখবে।’
তিনি জানান, পশ্চিম অঞ্চলের তিন ডজন স্কুলে প্রশিক্ষণ চালু করা হবে। এই প্রশিক্ষণটি ‘সামরিক এবং দেশপ্রেমিক শিক্ষা সম্পর্কিত দক্ষতা উন্নয়নের বৃহত্তর প্রচেষ্টার অংশ।’
এবি/এইচএন