নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতীরপুলের ইস্টার্ন প্লাজা মার্কেটে সেনাবাহিনী পরিচয়ে চাঁদাবাজি করার সময় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটকের পর তাদের গণধোলাই দিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন মার্কেটের কর্মচারীরা।
বুধবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে চাঁদাবাজির সময় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে কয়েকটি মোবাইল জব্দ করা হয়।
সরজমিন সিসিটিভি ফুটেজ ও মার্কেট কর্মচারীদের থেকে জানা গেছে, সেনাবাহিনীর পরিচয়ে ৮ জনের একটি প্রতারক চক্র ইস্টার্ন প্লাজা মার্কেটে প্রবেশ করে এক ব্যাবসায়ীর কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় মার্কেটের কর্মচারীরা তাদের সন্দেহ করলে তারা নিজেদের সেনাবাহিনীর সদস্য বলে পরিচয় দেয়। তখন মার্কেটের কর্মচারীরা তাদের পরিচয় পত্র দেখাতে বললে কোন পরিচয় পত্র দেখাতে পারেননি তারা। এসময় তাদের ধরে মার্কেটের নিচে নিয়ে আসা হয়। নিচে আসার পর তাদের সাথে আসা এটিএন বাংলার নামে কিছু ভুয়া সাংবাদিক পালিয়ে যায়। পরে চাঁদা দাবি করা দুইজনকে গ্যারেজের ভিতর অটক রাখা হয়। এরপর পুলিশ আসলে তাদের কাছে না দিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
আমার বাঙলা/এমআর