সারাদেশ

সীমান্তে রাতে বিএসএফের একাধিক অস্থায়ী পোস্ট

ফেনী সংবাদদাতা

ফেনীর পরশুরাম উপজেলার নিজকালিকাপুর সীমান্তে গত সোমবার রাতে বাতি নিভিয়ে কয়েকটি অস্থায়ী পোস্ট স্থাপন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অন্যদিকে, মুহুরী নদীসংলগ্ন বল্লারমুখায় বাংলাদেশের পক্ষ থেকে বেড়িবাঁধ পুনর্নির্মাণ নিয়ে আবারও উত্তেজনা দেখা দিয়েছে বিজিবি ও বিএসএফের মধ্যে।

স্থানীয়দের অভিযোগ, রাতে সীমান্তের ওপারে বাতি নিভিয়ে তিন-চারটি অস্থায়ী পোস্ট স্থাপন করেছে বিএসএফ। বিজিবি বলছে, তাদের আপত্তির মুখে পোস্টগুলো সরিয়ে নিয়েছে বিএসএফ।

বল্লারমুখার বাঁধের ৭০ মিটার অংশের ৩০ মিটার সীমান্তের শূন্য রেখায় রয়েছে– এমন দাবি করে বিএসএফ বেড়িবাঁধ পুনর্নির্মাণের শুরু থেকেই বারবার বাধা দিয়ে আসছে।

গত মঙ্গলবার সকাল থেকে ভারতের ঈশানচন্দ্র নগর ও বাংলাদেশের নিজকালিকাপুর ক্যাম্পের বিজিবি-বিএসএফের মধ্যে কয়েক দফা বৈঠক হয়। দুপুরে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে সীমান্তের ওই স্থানে কয়েকবার মাপজোখ করা হয়।

জানা যায়, নিজকালিকাপুর সীমান্তে বল্লারমুখা বাঁধ নির্মাণ চলমান আছে। তবে শূন্য রেখা থেকে দেড়শ গজের মধ্যে হওয়ায় নতুন কাজ করতে দুই দেশের অনুমোদন প্রয়োজন। ৭০ মিটার কাজের ৩০ মিটার দেড়শ গজের মধ্যে পড়েছে, যা নিয়ে দুই দেশের যৌথ নদী কমিশন সমন্বয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনুমোদন সাপেক্ষে কাজ সম্পন্ন হবে। বর্তমানে ৪০ মিটারের কাজ চলমান আছে, যা দেড়শ গজের বাইরে। বাকি ৩০ মিটার কাজে প্রয়োজন হবে যৌথ নদী কমিশন অনুমোদন।

চলমান পরিস্থিতিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষে মজুমদারহাট কোম্পানি কমান্ডার সুবেদার আবদুর রশিদের নেতৃত্বে বাহিনীর সদস্যরা শক্ত অবস্থান নেন।

সুবেদার আবদুর রশিদ বলেন, ‘আমাদের শক্তি আগেই নষ্ট করে দিয়েছে। ১৫ বছর আগের শক্তি থাকলে তারা কাছে আসতেই পারতো না।’

তিনি বলেন, ‘সীমান্তের মিটিংয়ে অস্ত্র আনা আন্তর্জাতিক নিয়মের পরিপন্থি। আমরা খালি হাতে যাই। কিন্তু, তারা অস্ত্র নিয়ে আসে।’

২০২৪ সালের জুলাই-আগস্টে ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে আসা ঢলে ফেনীর পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, ফেনী সদরসহ বৃহত্তর নোয়াখালীর ৯০ শতাংশ এলাকা তলিয়ে যায়।

স্মরণকালের ভয়াবহ এ বন্যায় জেলার কয়েক লাখ মানুষ ঘরবাড়ি, ফসল ও সম্পদ হারিয়ে সর্বস্বান্ত হয়। বন্যায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ১০২টি স্থানের বেড়িবাঁধ ভেঙে যায়। এর মধ্যে মেরামত কাজ সম্পন্ন হয়েছে ৯৬টির। এতে ব্যয় হয় ৯ কোটি ৫৩ লাখ টাকা।

এ ছাড়াও মেরামত কাজ চলমান রয়েছে বল্লারমুখার দুটিতে। পানির তোড়ে কালিকাপুর সীমান্তের বল্লারমুখা বেড়িবাঁধের তিনটি স্থানে প্রায় ৫০০ মিটার বেড়িবাঁধে ভাঙন সৃষ্টি হয়। বন্যার পানি নেমে যাওয়ার পর থেকে এখানকার বাঁধ পুনর্নির্মাণের দাবি জানিয়ে আসছিল এলাকাবাসী। এক মাস ধরে এসব বাঁধ পুনর্নির্মাণ চলছে।

এর আগে গত ৩০ জানুয়ারি বল্লারমুখার বাঁধ নির্মাণে বাধা দেয় বিএসএফ। এ অবস্থায় আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে শূন্য রেখা থেকে নির্দিষ্ট দূরত্বে বাংলাদেশের অভ্যন্তরে বাঁধ পুনর্নির্মাণের কাজ চলে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন বলেন, বিএসএফ সীমান্তে সোমবার রাতে বাতি বন্ধ করে তিন-চারটি অস্থায়ী পোস্ট স্থাপন করেছে। সকালে বল্লারমুখার বেড়িবাঁধ নির্মাণ চলাকালে তারা এক্সক্যাভেটর বন্ধ করে দিয়েছে, কাজ বন্ধ করতে বলেছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার বলেন, পরশুরাম উপজেলার নিজকালিকাপুর সীমান্তে বল্লারমুখা বাঁধ নির্মাণকাজ চলছে। তবে শূন্য লাইন থেকে দেড়শ গজের মধ্যে নতুন কাজ হলে দুই দেশের অনুমোদন প্রয়োজন। এ নিয়ে পানি উন্নয়ন বোর্ড মন্ত্রণালয়ের মাধ্যমে দুই দেশের যৌথ নদী কমিশনের সমন্বয় অব্যাহত আছে। ৩০ মিটার কাজ যৌথ নদী কমিশনের অনুমোদন সাপেক্ষে সম্পন্ন হবে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন বলেন, বল্লারমুখা সীমান্তে বিএসএফ কয়েকটি অস্থায়ী পোস্ট স্থাপন করেছিল। বিষয়টি সম্পর্কে জানানো হলে তারা পোস্টগুলো উঠিয়ে নেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বালুর ট্রাকে মিলল ১২৪ কেজি গাঁজা, গ্রেপ্তার তিন

গাজীপুর পূবাইলে ১২৪ কেজি গাঁজাসহ তিন জন মাদক কারবা...

ইসরায়েলিদের পছন্দ করতেন না রানি এলিজাবেথ

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদন সারের সঙ্গে বৈঠক ক...

নারায়ণগঞ্জে ২১ শহীদ পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক অনুদান প্রদান

ছাত্র জনতার জুলাই গনঅভ্যুত্থানে শহীদ নারায়ণগঞ্জের...

ইনজুরিতে পড়ে কেঁদে মাঠ ছাড়লেন নেইমার

চোট যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেইমারের। ভিলা বেলমি...

মানসিক ভারসাম্যহীন নারীর ঠাঁই হলো মিরপুর সরকারি আশ্রয় কেন্দ্রে

ফেনীর পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কন্যা সন...

নারায়ণগঞ্জে ২১ শহীদ পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক অনুদান প্রদান

ছাত্র জনতার জুলাই গনঅভ্যুত্থানে শহীদ নারায়ণগঞ্জের...

বালুর ট্রাকে মিলল ১২৪ কেজি গাঁজা, গ্রেপ্তার তিন

গাজীপুর পূবাইলে ১২৪ কেজি গাঁজাসহ তিন জন মাদক কারবা...

তজুমুদ্দিনে কোস্টগার্ডের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ভোলার তজুমুদ্দিনে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং জনসচ...

মানসিক ভারসাম্যহীন নারীর ঠাঁই হলো মিরপুর সরকারি আশ্রয় কেন্দ্রে

ফেনীর পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কন্যা সন...

বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: পাকিস্তানের পররাষ্ট্রসচিব

বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা