সংগৃহীত
সারাদেশ

সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে ভিড়ের চাপে ২ নারীসহ ৩ মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম মহাতীর্থে তিন দিনব্যাপী শিব চতুর্দশী মেলার দ্বিতীয় দিনে কয়েক লাখ পুণ্যার্থীর আগমন ঘটে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) মেলার দ্বিতীয় দিন ছিল শিব চতুর্দশীর পুণ্য তিথি। এই তিথি ঘিরে বিপুল সংখ্যক মানুষের আগমন ঘটলে ভিড়ের চাপে তিনজন মারা গেছেন। তাদের মধ্যে একজন চট্টগ্রাম জেলার চকরিয়ার বান্টু দাস (৫০); বাকি দু’জন নারী। তাদের বয়স ৫৫ ও ১৮ বছর; পরিচয় জানা যায়নি।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আয়োজকরা জানান, বুধবার সকাল ১০টা ১১ মিনিট ২৫ সেকেন্ডে শুরু হয়ে তিথি আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫৯ মিনিট ৫০ সেকেন্ড পর্যন্ত চলে। এ সময় চন্দ্রনাথ ধামে ১০-১২ লাখ পুণ্যার্থীর সমাগম হয়।

তিন দিনের এ মেলায় পুণ্যার্থীরা যেন নিরাপদে তীর্থ দর্শন ও পূজা-অর্চনা সম্পন্ন করতে পারেন, সে লক্ষ্যে দুপুরে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করেছেন মেলা কমিটির নেতারা।

সরেজমিন দেখা যায়, পুণ্য তিথি ঘিরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পুণ্যার্থীরা ধামে আসেন। বেশি পুণ্যার্থীর আগমন ঘটে মঙ্গলবার সন্ধ্যার পর।

ভক্তরা মহাতীর্থে এসে নানা স্থানে আশ্রয় নেন।

সীতাকুণ্ড মোহন্ত আস্তানায় আশ্রয় নেওয়া পুণ্যার্থী সন্ধ্যা সচন্দা দাশ বলেন, বরিশাল থেকে তিনি পরিবারের সঙ্গে এসেছেন এই মহাতীর্থে শম্ভুনাথ, চন্দ্রনাথ দর্শন করতে। শিব চতুর্দশী তিথি শুরু হলে ব্যাসকুণ্ডে পুণ্যস্নান শেষে মন্দিরে পূজা ও তীর্থ দর্শন করে মনের আশা পূরণ করতে চান।

আরেক পুণ্যার্থী বলরাম রায় বলেন, ‘চন্দ্রনাথ ধামে আসতে পারা পরম সৌভাগ্যের বিষয়। আমি আসতে পেরেছি।’

পরিদর্শনকালে দেখা গেছে, মেলাকে কেন্দ্র করে পুরো তীর্থভূমিতে বসে অনেক দোকানপাট।

সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক চন্দন দাশ বলেন, ‘দেশ-বিদেশ থেকে আগত পুণ্যার্থীদের নিরাপত্তায় আমরা প্রশাসনকে সহযোগিতা করেছি।’

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফকরুল ইসলাম বলেন, মেলাটি সুষ্ঠু করতে সেনাবাহিনী, র‌্যাব পুলিশ, ফায়ার সার্ভিস ও গোয়েন্দা কর্মকর্তারা কমিটির সঙ্গে কাজ করেছেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘অপরাধের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না’

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য মৌলভীবাজারকে অনুসরণ করা যেতে পারে মন...

লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল-কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগুন লেগে পুড়ে গেছে ব...

তিন মাসে পোশাক রপ্তানি বেড়েছে ১৮ শতাংশ

গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিশ্ব...

ড. ইউনূসের কার্যালয়ের সামনে জুলাই আন্দোলনে আহতদের অবস্থান

উপযুক্ত ক্ষতিপূরণ ও পর্যাপ্ত সহায়তার দাবিতে জুলাই আন্দোলনে আহতরা অন্তর্বর্তী...

‘ছয় মাসে ইকোনমি যে অবস্থায় কামব্যাক করেছে তা মিরাকল’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশ...

‘চা রপ্তানী ২০২৪ সালে কিছুটা বেড়েছে, আরো বাড়াতে হবে’

বিগত ১৫ বছরে চা রপ্তানী ড্রপ করেছিল রিলেশনশীপের কারণেই মন্তব্য করে বাংলাদেশ চ...

শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরিদর্শনে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

সাবেক বিচারপতি ও বাংলাদেশ প্রেস কাউন্সিলর এর চেয়ারম্যান এ কে এম আব্দুল হাকিম...

‘ছাবা’ চলাকালিন প্রেক্ষাগৃহে আগুন!

সিনেমা হলে ছবি চলতে চলতে পর্দায় আগুন লাগার ঘটনা দেখল ভারতের নয়া দিল্লি। বুধবা...

আইপিএল খেলতে বিশ্রাম, জবাব দিলেন স্টার্ক 

মূল দল নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসতে পারেনি অস্ট্রেলিয়া। ব্যক্তিগত কারণ দেখি...

৯ ইউপি সদস্যকে মারধর, পরিষদ থেকে তাড়িয়ে দিলেন বিএনপি নেতারা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা একটি ইউনিয়ন পরিষদের ৯ সদস্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা